ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ফয়সালা হবে রাজপথেই ॥ রিজভী

প্রকাশিত: ১১:০৯, ১৫ মে ২০১৯

ফয়সালা হবে রাজপথেই ॥ রিজভী

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জীবন বিপন্ন করতে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে পাঠানোর চেষ্টা হচ্ছে এবং এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির মুখপাত্র ও দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। রিজভী বলেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া গুরুতর অসুস্থ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে তার চিকিৎসা চলছে। কিন্তু চিকিৎসা শেষ হওয়ার আগেই তাকে কেরানীগঞ্জ কারাগারে নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে। এভাবে সুচিকিৎসা ব্যাহত করার মাধ্যমে তার ওপর প্রতিহিংসা চরিতার্থ করতে চাচ্ছে। একজন ৭৪ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রীকে অন্যায়ভাবে সাজা দিয়ে কারাবন্দী করে যে অপরাধ করা হয়েছে তা থেকে নিজেদের শুধরে নিয়ে প্রতিহিংসাপরায়ণ মানসিকতা ত্যাগ করতে পারেনি সরকার। তাই খালেদা জিয়ার জামিনে পদে পদে বাধা দেয়া হচ্ছে। রিজভী বলেন, আমরা সরকারকে হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, আগুন নিয়ে আর খেলবেন না। এই হিংসার আগুনে একদিন হয়ত আপনাদের নিজেদেরই সর্বনাশ হবে। দেশের মানুষের প্রিয় নেত্রী খালেদা জিয়ার জীবন নিয়ে যে ছিনিমিনি খেলছেন এবার সেই ‘ডার্র্টি গেম’ বন্ধ করুন। জামিনে হস্তক্ষেপ বন্ধ করুন। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ করবেন না। অবিলম্বে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে মুক্তি দিন।
×