ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

২৭ বাংলাদেশীর লাশ শনাক্ত, মৃতের সংখ্যা বাড়তে পারে

প্রকাশিত: ১০:৫১, ১৪ মে ২০১৯

 ২৭ বাংলাদেশীর লাশ শনাক্ত, মৃতের সংখ্যা বাড়তে  পারে

বিডিনিউজ ॥ তিউনিসিয়া উপকূলে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে প্রাণ হারানো ২৭ বাংলাদেশীর লাশ শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। রেড ক্রিসেন্টের পারিবারিক যোগাযোগ পুনর্¯’াপন বিভাগের প্রোগ্রাম অফিসার সাইয়্যেদা আবিদা ফারহীন বলছেন, এদের মধ্যে বাংলাদেশীর সংখ্যা ধারণার চেয়েও বেশি হতে পারে বলে আশঙ্কা করছেন তারা। সংঘাতময় লিবিয়ার জুয়ারা থেকে অবৈধভাবে ইতালিতে যেতে বৃহস্পতিবার সন্ধ্যায় রওনা হয়েছিলেন ওই নৌযাত্রীরা। ভোররাতে তিউনিসিয়া উপকূলে আরেকটি ছোট নৌকায় তাদের ওঠানোর পর যাত্রীর ভারে তা ডুবে যায়। তিউনিসিয়ার জেলেরা সাগর থেকে ১৬ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করেন, তাদের মধ্যে ১৪ জন বাংলাদেশী। ফারহীন জানান, চারজন বাংলাদেশী এখন তিউনিসিয়ার জারজিস শহরে হাসপাতালে ভর্তি আছেন। তবে তারা ওই ১৪ জনের মধ্যে কি না- সে বিষয়ে তারা নিশ্চিত হতে পারেননি। পররাষ্ট্রমন্ত্রী এ কে এ মোমেন রবিবার সাংবাদিকদের বলেছিলেন, ওই নৌকার আরোহীদের মধ্যে ৩০ থেকে ৩৫ জন বাংলাদেশীর মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
×