ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভেনিজুয়েলায় বিরোধীদের ধরপাকড় ॥ গুয়েইদোর নিন্দা

প্রকাশিত: ০৯:০০, ১১ মে ২০১৯

  ভেনিজুয়েলায় বিরোধীদের  ধরপাকড় ॥ গুয়েইদোর নিন্দা

ভেনিজুয়েলার বিরোধী নেতা হুয়ান গুয়েইদো বৃহস্পতিবার অভিযোগ করছেন, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সরকার পার্লামেন্ট ভেঙ্গে দেয়ার চেষ্টা চালাচ্ছে। এদিকে একজন আইন প্রণেতাকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গ্রেফতার করার পর অপর তিনজন দুটি দূতাবাসে কূটনৈতিক আশ্রয় নিয়েছেন। এএফপি। এক সংবাদ সম্মেলনে গুয়েইদো মাদুরো সরকারকে রাষ্ট্রীয় সন্ত্রাস কায়েমের দায়ে অভিযুক্ত করেন। বিরোধী আইন প্রণেতা রিচার্ড ব্লাঙ্কো মারিয়েলা মাগাল্যান্স ও আমেরিকো ডি গ্রাজিয়ার কারাকাসে আর্জেন্টিনা ও ইতালিয়ান দূতাবাসে আশ্রয় নেয়ার পর তিনি এসব কথা বলেন। তারাসহ দশজন ন্যাশনাল এ্যাসেম্বলির সদস্যের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হয়েছে।
×