ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঘোষণা হুইল চেয়ার ওয়াকার থাকলেও চীন থেকে এলো বস্তাভর্তি ইট

প্রকাশিত: ১০:৫৮, ৮ মে ২০১৯

ঘোষণা হুইল চেয়ার ওয়াকার থাকলেও চীন থেকে এলো বস্তাভর্তি ইট

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ ঘোষণায় হুইল চেয়ার ও ক্রাস প্ল্যাস ওয়াকার কিন্তু চীন থেকে আমদানির চালানে এসেছে ইট। বিষয়টিকে মুদ্রা পাচারের ঘটনা হিসেবে দেখছে কাস্টমস। ইতোমধ্যে তা অবহিত করা হয়েছে সংশ্লিষ্ট ব্যাংককে। মঙ্গলবার চট্টগ্রাম কাস্টমস সূত্রে জানানো হয়, চট্টগ্রাম বন্দরে চীন থেকে আসা তিনটি কন্টেইনারের মধ্যে একটিতে পাওয়া গেছে ৪০টি হুইল চেয়ার। বাকিগুলোতে পাওয়া যায় বস্তাভর্তি ইট। যে ব্যাংকে এই আমদানির ঋণপত্র খোলা হয়েছে সেই ব্যাংকটিকে গত সোমবার লিখিতভাবে বিষয়টি অবহিত করা হয়েছে।
×