ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হিটলারি কায়দায় নব্য নাৎসিদের মিছিল

প্রকাশিত: ১০:২৬, ৬ মে ২০১৯

  হিটলারি কায়দায় নব্য নাৎসিদের মিছিল

জার্মানির একটি ছোট শহরে নব্য নাৎসিরা পহেলা মে বিশ্ব শ্রমিক দিবস উপলক্ষে ৭৪ বছর আগে হিটলারের ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টির (এনএসডিপি) অনুকরণে মিছিল করেছে। দেশটির পূর্বাঞ্চলে সাক্সেন রাজ্যের ছোট শহর প্লাউনে ১ মে প্রায় ৩০০ নব্য নাৎসি হিটলারি কায়দায় পতাকা হাতে ও মশাল নিয়ে অর্ধদিন মিছিল ও সভা করে। ঘটনার দুদিন পর এই ধরনের মিছিলের অনুমতি দেয়ার জন্য জার্মানির বিভিন্ন রাজনৈতিক দল ও সংবাদমাধ্যম স্থানীয় প্রশাসনের সমালোচনা করছে। প্লাউন শহরে ‘তৃতীয় পথ’ নামের স্থানীয় নব্য নাৎসিদের ছোট দল ১ মে বিশ্ব শ্রমিক দিবসে জার্মানির বিভিন্ন অঞ্চল থেকে আসা তাদের প্রায় ৩০০ অনুসারী সকাল থেকে বিকেল অবধি শহরজুড়ে নানা কর্মসূচী পালন করে। খয়েরি রঙের টি-শার্ট পরে বড় বড় ড্রাম বাদ্য, পতাকা, নানা রকম ফেস্টুন ও মশাল হাতে নিয়ে নব্য নাৎসিরা হিটলারের ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টির অনুকরণে মিছিল করেছে। নব্য নাৎসিদের এই মিছিল থেকে যাতে কোন অঘটন না ঘটে, সে জন্য স্থানীয় পুলিশ প্রশাসন ১৩০০ পুলিশ নিয়ে মিছিলটি অনুসরণ করে। -ইয়াহু নিউজ
×