ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রে ড্রোন সরবরাহ সেবার অনুমোদন পেল গুগল

প্রকাশিত: ০৯:৪৬, ৪ মে ২০১৯

 যুক্তরাষ্ট্রে ড্রোন সরবরাহ সেবার অনুমোদন পেল গুগল

ড্রোনের মাধ্যমে পণ্য সরবরাহ সেবা দিতে মার্কিন ফেডারেল এ্যাভিয়েশন অথরিটির অনুমোদন পেয়েছে গুগলের উইং। ফল কয়েক মাসের মধ্যে ভার্জিনিয়ার পল্লী অঞ্চলে ড্রোন দিয়ে পণ্য সরবরাহ সেবা চালু করতে পারবে প্রতিষ্ঠানটি। গুগলের মূল প্রতিষ্ঠান এ্যালফাবেট মালিকানাধীন উইংয়ের পক্ষ থেকে বলা হয় স্থানীয় দোকান থেকে খাবার এবং ওষুধ সরবরাহ করবে ড্রোন- খবর বিবিসির। অনুমোদন পেতে প্রতিষ্ঠানটিকে প্রমাণ করতে হয়েছে যে, গাড়িভিত্তিক পণ্য সরবরাহের তুলনায় ড্রোন পথচারীর জন্য কম ঝুঁকিপূর্ণ। অন্যান্য প্রতিষ্ঠানও ড্রোন দিয়ে পণ্য সরবরাহ সেবা পরীক্ষার অনুমোদন পেয়েছে। কিন্তু প্রথম প্রতিষ্ঠান হিসেবে ‘এয়ারলাইন’ স্বীকৃতি পেয়েছে উইং। এতে ভবিষ্যতে অন্যান্য প্রতিষ্ঠানের জন্য অনুমোদন পাওয়া সহজ হবে বলে ধারণা করা হচ্ছে। নতুন ‘এয়ারলাইন’ স্বীকৃতি দেয়ায় প্লেনের জন্য প্রযোজ্য নীতিমালার আওতায় পড়বে উইং। এর ফলে অন্যান্য ড্রোনভিত্তিক সরবরাহ প্রতিষ্ঠানের চেয়ে বেশি দূরত্বে উড্ডয়ন এবং পণ্য সরবরাহ করতে পারবে প্রতিষ্ঠানটি। চলতি মাসের শুরুতে উইংকে ড্রোন সরবরাহ সেবা চালুর অনুমোদন দিয়েছে অস্ট্রেলিয়ার সিভিল এ্যাভিয়েশন সেইফটি অথরিটি। প্রাথমিকভাবে দেশটিতে কফি এবং আইসক্রিম শপের সঙ্গে অংশীদারিত্ব করেছে উইং। অবশ্য ড্রোনের শব্দ নিয়ে ইতোমধ্যে অভিযোগও করেছেন দেশটির রাজধানী ক্যানাবেরার বাসিন্দারা।
×