ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জয়ী হলেন বন্দী ৫ কাতালান বিচ্ছিন্নতাবাদী

প্রকাশিত: ১১:৪৯, ৩০ এপ্রিল ২০১৯

জয়ী হলেন বন্দী ৫ কাতালান বিচ্ছিন্নতাবাদী

স্পেনে রবিবারের নির্বাচনে সাজাপ্রাপ্ত পাঁচ কাতালান বিচ্ছিন্নতাবাদী জয়লাভ করেছেন। এদিকে আগাম নির্বাচনে তাদের দলগুলো এগিয়ে যাওয়ায় সমাজতান্ত্রিকরা জয় পেয়েছে এবং এ ভোটে রক্ষণশীলদের উত্থানও লক্ষ্য করা গেছে। খবর এএফপির। খবরে বলা হয়, উত্তর-পূর্বাঞ্চলীয় অঞ্চলের সাবেক ভাইস-প্রেসিডেন্ট অরিওল জুনকুয়েরাস হলেন নিম্ন কক্ষে বিজয়ীদের অন্যতম। কাতালানের প্রেসিডেন্ট কার্লোস পুজেমনসহ তিনি ২০১৭ সালে স্পেনের শাসন থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন। তিনি তার ইআরসি বিচ্ছিন্নতাবাদী দলের তালিকা তৈরির কাজে নেতৃত্ব দেন। ২০১৭ সালের অক্টোবরে স্পেন থেকে বেরিয়ে আসার চেষ্টা চালানো অন্য নেতাদের মধ্যে রয়েছেন পৌর নেতা জর্দি সানচেজ ও কাতালোনিয়া সরকারের মুখপাত্র জর্দি তুরুল। তারা দু’জনই ছিলেন পুজেমনের দল টুগেদার ফর কাতালোনিয়ার প্রার্থী। পুজেমন গ্রেফতার এড়াতে স্পেন থেকে পালিয়ে যান। ওই সময়ের কাতালোনিয়ার আঞ্চলিক সরকারের অংশীদার জোসেফ রাল নিম্ন কক্ষের নির্বাচনে জয়ী হন। ২০১৭ সালে স্পেন থেকে বেরিয়ে আসার লক্ষ্যে গঠিত কমিটিতে কাতালোনিয়ার পররাষ্ট্র বিষয়ে দায়িত্ব পালন করা রাউল রোমেভা সিনেট নির্বাচনে জয়লাভ করেন।
×