ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দক্ষিণ আফ্রিকা ও মোজাম্বিকে নিহত ১০৬

প্রকাশিত: ০৮:৪০, ২৭ এপ্রিল ২০১৯

  দক্ষিণ আফ্রিকা ও  মোজাম্বিকে  নিহত ১০৬

দক্ষিণ আফ্রিকায় বন্যা ও মোজাম্বিকে সাইক্লোন ও ভূমিধসে শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ১০৬ জন নিহত হয়েছে। দক্ষিণ আফ্রিকায় টানা বৃষ্টিপাতে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা ৭০ পেরিয়ে গেছে বলে দেশটির কর্মকর্তারা নিশ্চিত করেছেন। উদ্ধার কর্মীরা এখনও পূর্ব উপকূলের বিভিন্ন এলাকা থেকে হতাহতদের উদ্ধারে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছেন। নিহতদের বেশিরভাগই কাজুলু-নাতাল প্রদেশের। এদিকে পূর্ব আফ্রিকার দ্বীপদেশ কমোরোসের পর সাইক্লোন কেনেথ এখন মোজাম্বিকে আছড়ে পড়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে এটি ঘণ্টায় ২২০ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে দেশটির উত্তর উপকূলে আঘাত হানে। এতে ৩৬ জনের প্রাণহাণী ঘটে। ইতোমধ্যে কেনেথ কমোরোসে অন্তত তিনজনের প্রাণ কেড়ে নিয়েছে। পরিস্থিতি মোকাবেলায় মোজাম্বিক উত্তর উপকূল সংশ্লিষ্ট এলাকাগুলো থেকে প্রায় ৩০ হাজার লোককে সরিয়ে নিয়েছে। সাইক্লোন আইডাইয়ের আঘাত সামলে ওঠার আগেই নতুন এ সাইক্লোন দেশটির অর্থনীতিকে আরও বিপর্যস্ত করবে বলেই আশঙ্কা করা হচ্ছে। গত মাসে আঘাত হানা আইডাইয়ে মোজাম্বিক, মালাউয়ি ও জিম্বাবুয়েতে নয় শ’র বেশি মানুষ নিহত হয়; মানবিক সাহায্য জরুরী হয়ে ওঠে ওই অঞ্চলের ৩০ লাখ বাসিন্দার। চার মাত্রার ঘূর্ণিঝড়ের শক্তিসম বাতাস নিয়ে আছড়ে পড়া কেনেথ মোজাম্বিকের উত্তর উপকূল থেকে যতই ভেতরের দিকে অগ্রসর হবে ততই দুর্বল হয়ে পড়বে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। মোজাম্বিকের ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্টের (আইএনজিসি) মুখপাত্র পাওলো টমাস বলেছেন, পরিবারগুলোকে বাধ্যতামূলকভাবে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হচ্ছে; যতক্ষণ পর্যন্ত আমরা সব মানুষকে নিরাপদ এলাকায় সরিয়ে নিতে না পারছি, ততক্ষণ এটা চলবে। -বিবিসি
×