ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঢাবি কর্তৃপক্ষের আশ্বাস

আন্দোলন স্থগিত সাত কলেজ শিক্ষার্থীদের

প্রকাশিত: ১১:০২, ২৫ এপ্রিল ২০১৯

আন্দোলন স্থগিত সাত কলেজ শিক্ষার্থীদের

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ঢাকা বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষের আশ্বাসের পর ঢাকার নীলক্ষেত মোড়ে অবরোধ কর্মসূচী স্থগিত করেছে পাঁচ দফা দাবিতে আন্দোলনরত অধিভুক্ত সরকারী সাত কলেজের শিক্ষার্থীরা। বুধবার দুপুরে বিশ^বিদ্যালয়ের জনসংযোগ অধিদফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে জনভোগান্তি নিরসনে শিক্ষার্থীদের নিজ নিজ ক্যাম্পাসে থাকার জন্য আহ্বান জানান বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে বলা হয়, অধিভুক্ত সরকারী সাত কলেজের শিক্ষার্থীদের পরীক্ষা শেষ হওয়ার ৯০ কার্যদিবসের মধ্যে সকল বিষয়ের ফল প্রকাশ করার বিষয়ে ইতোমধ্যে সিদ্ধান্ত নেয়া হয়েছে। যে সকল বিষয়ে অধিক হারে অকৃতকার্য হয়েছে, যেসব বিষয়ে আবেদনক্রমে পুনর্মূল্যায়নের ব্যবস্থা নেয়া হবে। এছাড়া সাত কলেজের একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনে স্বতন্ত্র সেল গঠন করা হয়েছে। ভবিষ্যতে সাত কলেজের জন্য স্বতন্ত্র নতুন ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে। অধিভুক্ত সাত কলেজের সেশনজট নিরসনকল্পে ‘ক্রাশ প্রোগ্রাম’ বিষয়ে কলেজ অধ্যক্ষদের সঙ্গে আলোচনাক্রমে ব্যবস্থা নেয়া হবে। তাদের জন্য একাডেমিক ক্যালেন্ডার তৈরির কাজও প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ।
×