ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ব্রুনাই সুলতানের নৈশভোজে শেখ হাসিনা

প্রকাশিত: ১৩:২৪, ২৩ এপ্রিল ২০১৯

ব্রুনাই সুলতানের নৈশভোজে শেখ হাসিনা

বাংলানিউজ ॥ ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়ার দেয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার রাতে সুলতানের বাসভবন ইস্তানা নুরুল ইমানের রয়্যাল বাঙ্কোয়েট হলে এ নৈশভোজ অনুষ্ঠিত হয়। নৈশভোজে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ ও ব্রুনাইয়ের মধ্যে চমৎকার সম্পর্ক রয়েছে। ’৯০-এর দশকের শুরুর দিকে নিজের ব্রুনাই সফরের কথা উল্লেখ করেন। সে সময় তার ছোট বোন শেখ রেহানার ব্রুনাই থাকার কথাও স্মরণ করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর নৈশভোজে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী ব্রুনাইয়ের জামে আসর মসজিদ পরিদর্শনে যান এবং সেখানে আছরের নামাজ আদায় করেন। এ সময় দেশবাসীর কল্যাণ ও সম্মৃদ্ধি কামনা করে দোয়া করেন তিনি। মঙ্গলবার সকালে ব্রুনাইয়ের রাজধানীর কূটনৈতিক এলাকা জালান কেবাংসানে বাংলাদেশ হাই কমিশনের নতুন চ্যান্সেরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন শেখ হাসিনা। পরে তিনি রয়েল রেজালিয়া জাদুঘর পরিদর্শন করবেন। মঙ্গলবার বিকেল ৫টায় ব্রুনাই থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী।
×