ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গেমিং কন্ট্রোলার পেটেন্ট করাল গুগল

প্রকাশিত: ০৯:৫১, ৩০ মার্চ ২০১৯

 গেমিং কন্ট্রোলার পেটেন্ট করাল গুগল

গেমিং স্ট্রিমিং সেবার জন্য নতুন গেমিং কন্ট্রোলারের নকশা প্রকাশ করেছে গুগল। চলতি বছরের শুরু থেকে শোনা যাচ্ছে ক্রোমকাস্ট চালিত নতুন গেইম স্ট্রিমিং সেবা চালু করতে কাজ করছে মার্কিন সার্চ ইঞ্জিন জায়ান্ট প্রতিষ্ঠানটি। এবার পেটেন্ট থেকে ধারণা করা হচ্ছে এই কন্ট্রোলারের ওপরই নির্ভর করবে গুগলের গেম স্ট্রিমিং সেবা- খবর প্রযুক্তি সাইট ভার্জের। প্রতিবেদনে বলা হয়, এ মাসের শেষ দিকে গেম ডেভেলপারস কনফারেন্সে একটি ‘রহস্যময়’ ইভেন্ট আয়োজন করতে যাচ্ছে গুগল। ধারণা করা হচ্ছে, ওই ইভেন্টেই নতুন গেম স্ট্রিমিং সেবার ঘোষণা দেবে প্রতিষ্ঠানটি। এর আগে অনেক প্রতিবেদনে গুগলের এই সেবাকে ‘গেমের নেটফ্লিক্স’ বলা হয়েছে। আগের বছর ‘প্রজেক্ট স্ট্রিম’ পরীক্ষার জন্য গুগল যে প্রযুক্তি বানিয়েছে তার ওপর ভিত্তি করেই চালু করা হতে পারে নতুন গেম স্ট্রিমিং সেবা। গুগলের নতুন পেটেন্টটি কন্ট্রোলারের নোটিফেকশন ব্যবস্থার জন্য। কোন গেইম উন্মুক্ত করা হলে, কোন খেলোয়াড় আমন্ত্রণ পাঠালে, লিডারবোর্ডের স্ট্যাটাস বা অন্য খেলোয়াড়ের কাছ থেকে চ্যাটিং অনুরোধ পেলে নোটিফিকেশন আসবে এই ব্যবস্থায়। পেটেন্টে নতুন গেমিং কন্ট্রোলারের নকশাও দেখানো হয়েছে। ডুয়াল-জয়স্টিক, শোল্ডার ও ট্রিগার বাটন এবং ডিপ্যাড ও গেমপ্লেবাটন দেখা গেছে এতে। এ ছাড়া একটি মাইক্রোফোন বাটনও দেখা গেছে এতে। এই বাটনে গুগলের ভয়েস এ্যাসিস্টেন্ট সেবাও যোগ করা হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
×