ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

গোলানে ইসরাইলী অধিকারের প্রতি ট্রাম্পের স্বীকৃতি ॥ রাশিয়া, সৌদি আরব ও বাহরাইনের নিন্দা

সিরিয়ার সার্বভৌমত্বের ওপর চরম আঘাত

প্রকাশিত: ০৮:১৬, ২৭ মার্চ ২০১৯

সিরিয়ার সার্বভৌমত্বের ওপর চরম আঘাত

ইসরাইলের দখলকৃত গোলান মালভূমিকে সোমবার যুক্তরাষ্ট্র যে স্বীকৃতি দিয়েছে সেটা সিরিয়ার সার্বভৌমত্বের ওপর চরম আঘাত বলে জানিয়েছে সিরীয় সরকার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার বিরোধপূর্ণ গোলান মালভূমির ওপর ইসরাইলের অধিকার বিষয়ে এক ঘোষণায় স্বাক্ষর করেন। সিরিয়ার কাছ থেকে ১৯৬৭ সালে গোলান মালভূমি দখল করে নেয় ইসরাইল। এই স্বীকৃতি মধ্যপ্রাচ্যে ‘নতুন অস্থিরতা’ দেখা দেবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে রাশিয়া। একইসঙ্গে সৌদি আরব ও বাহরাইন এ ঘটনার কড়া নিন্দা জানিয়েছে। মঙ্গলবার সৌদি আরবের সংবাদ সংস্থার এক খবরে বলা হয়, গোলান মালভূমিতে ইসরাইলী দখলদারিত্বের স্বীকৃতি দিয়ে প্রকৃত সত্যকে ধামাচাপা দেয়ার সুযোগ নেই। যুক্তরাষ্ট্রের এই ধরনের পদক্ষেপ মধ্যপ্রাচ্যের শান্তিপ্রক্রিয়া, নিরাপত্তা ও স্থীতিশীলতায় মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলবে। এফপি ও ইয়াহু নিউজ অনলাইনের। বাহরাইন যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্তের দুঃখ প্রকাশ করে বলেছে, গোলান মালভূমির ওপর ইসরাইলী সার্বভৌমত্বের স্বীকৃতি অত্যন্ত দুঃখজনক। এ সময় বাহরাইন যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা জানানোর আহ্বান জানায়। বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় গোলান মালভূমি আরব ভূমি ও সিরীয় ভুখ-ের পক্ষে তাদের অবস্থান জানায়। এই স্বীকৃতিকে ঐতিহাসিক বলে বর্ণনা করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেন, গোলান মালভূমিকে সিরিয়া এখনও নিজেদের ভূমি বলে দাবি করে আসছে। তবে এটা স্থায়ীভাবে ইসরাইলের নিয়ন্ত্রণে থাকবে। এই স্বীকৃতির ফলে কয়েক দশকের আন্তর্জাতিক সম্প্রীতি বিনষ্ট হলো এবং সিরীয় সরকার এটার ব্যাপক নিন্দা জানিয়েছে। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের উল্লেখ করে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সানা জানায়, মার্কিন প্রেসিডেন্ট গোলান মালভূমিকে ইসরাইলের ভূমি বলে যে স্বীকৃতি দিয়েছেন, সেটা সিরিয়ার সার্বভৌমত্ব ও নিরাপত্তার ওপর নির্লজ্জ হামলা। এই দখলদারিত্বের আইনগত বৈধতা দেয়ার কোন অধিকার ট্রাম্পের নেই। নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্র আরও জানায়, মার্কিন যুক্তরাষ্ট্র ইসরাইলকে সীমাহীন সমর্থন দিচ্ছে, এর ফলে দেশটি আরবদের প্রধান শত্রুতে পরিণত হয়েছে। এর আগে সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিরোধপূর্ণ গোলান মালভূমিতে ইসরাইলের অধিকার বিষয়ে এক ঘোষণায় স্বাক্ষর করেন। ঘোষণায় স্বাক্ষরের পর হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, এই স্বীকৃতি দিতে অনেক সময় লাগল। এ সময় তার পাশে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু উপস্থিত ছিলেন। নেতানিয়াহু বলেন, গোলান মালভূমিকে এখনও নিজেদের বলে দাবি করে আসছে সিরিয়া। কিন্তু আমরা এটা কখনও ছেড়ে দেব না। এসময় নেতানিয়াহু ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনার এই স্বীকৃতি এমন এক সময় এলো, যখন অন্য যেকোন সময়ের চেয়ে আমাদের নিরাপত্তার জন্য গোলান খুবই গুরুত্বপূর্ণ।
×