ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কুষ্টিয়ায় ধর্ষণ মামলায় এক জনের যাবজ্জীবন

প্রকাশিত: ০৯:১০, ২৬ মার্চ ২০১৯

কুষ্টিয়ায় ধর্ষণ মামলায় এক জনের যাবজ্জীবন

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ২৫ মার্চ ॥ স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলার পলাতক এক আসামিকে যাবজ্জীবন কারাদ- ও এক লাখ টাকা জারিমানার আদেশ দিয়েছে আদালত। সোমবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সি মোঃ মশিয়ার রহমান আসামির অনুপস্থিতিতে এই রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত আসামি দৌলতপুর উপজেলার দৌলতখালী গ্রামের খালেক সরদারের পুত্র রাকিব ওরফে রকিবুল (২৪)। সে জামিন নেয়ার পর থেকে পলাতক রয়েছে। উল্লেখ্য, ২০১৬ সালের ১ জানুয়ারি সকাল ১০টায় দৌলতপুর বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ওই ছাত্রী বাড়ি থেকে বের হয়ে স্কুলে যাওয়ার সময় রাস্তা থেকে আসামি রাকিব তার দ্ইু সহযোগীসহ ওই ছাত্রীকে মোটরসাইকেলে তুলে নিয়ে যায় এবং ধর্ষণ করে। এ ঘটনায় ভিকটিমের বড় ভাই মজনুর রহমান বাদী হয়ে ২৫ জানুয়ারি দৌলতপুর থানায় একটি মামলা করেন। মামলাটি তদন্ত শেষে একই বছরের ১৫ সেপ্টেম্বর আসামি রাকিবের বিরুদ্ধে অপরহণ ও ধর্ষণের অভিযোগে আদালতে চার্জশীট দাখিল করে পুলিশ। দীর্ঘ স্বাক্ষ্য শুনানি শেষে আসামির বিরুদ্ধে অনীত অভিযোগ সন্দেহাতীত প্রমাণিত হওয়ায় দুইটি ধারায় যথাক্রমে অপহরণের দায়ে ১৪ বছর কারাদ-সহ ৫০ হাজার টাকা এবং ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদ-সহ ৫০ হাজার টাকা জরিমানা আদেশ দেন বিজ্ঞ আদালত।
×