ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শপথ নিলেন ভারতের প্রথম লোকপাল সাবেক বিচারপতি পিসি ঘোষ

প্রকাশিত: ০৮:৩৬, ২৪ মার্চ ২০১৯

শপথ নিলেন ভারতের প্রথম লোকপাল সাবেক বিচারপতি পিসি ঘোষ

ভারতের প্রথম লোকপাল হিসেবে শপথ নিলেন সুপ্রীম কোর্টের সাবেক বিচারপতি পিনাকি চন্দ্র (পিসি) ঘোষ। ২০১৪ সালের ১ জানুয়ারি লোকপাল আইন রাষ্ট্রপতির অনুমোদনের পাঁচ বছর পর এ পদে নিয়োগ দেয়া হলো। শপথ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপ-রাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু এবং প্রধান বিচারপতি রঞ্জন গগৈ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, লোকসভার স্পীকার সুমিত্রা মহাজন এবং সিনিয়র এ্যাডভোকেট মুকুল রোহাতগির সমন্বয়ে গঠিত উচ্চপর্যায়ের সিলেকশন কমিটি শুক্রবার বিচারপতি ঘোষের নাম অনুমোদন করে। বিচারপতি ঘোষকে ২০১৩ সালে সুপ্রীম কোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ দেয়া হয়। তিনি ২০১৭ সালে বিচার কার্য থেকে অবসর নেন। লোকপাল নিয়োগের আগে তিনি জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য ছিলেন। ইন্ডিয়ান এক্সপ্রেস
×