ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাংলাদেশ ক্রিকেট দলের পরবর্তী মিশন শুরু ৭ মে

প্রকাশিত: ০৯:১২, ২৩ মার্চ ২০১৯

 বাংলাদেশ ক্রিকেট দলের পরবর্তী মিশন শুরু ৭ মে

স্পোর্টস রিপোর্টার ॥ নিউজিল্যান্ড সফর পুরোপুরি শেষ না করেই দেশে ফিরে আসতে হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলকে। ক্রাইস্টচার্চের হাগলি ওভালে সফরের শেষ ম্যাচ হিসেবে তৃতীয় টেস্ট খেলার কথা থাকলেও মাঠের পাশের মসজিদ আল নূরে বন্দুক হামলায় ৪০ জন নিহত হওয়ার ঘটনায় তা বাতিল হয়। দেশে ফিরে ক্রিকেটারদের অনেকেই চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে (ডিপিএল) খেলছেন। তবে ওপেনার তামিম ইকবাল ও মিডলঅর্ডার মুশফিকুর রহীম আগেই জানিয়েছেন বিশ্বকাপ প্রস্তুতির জন্য তারা ডিপিএল খেলবেন না। আপাতত জাতীয় দলের আন্তর্জাতিক ব্যস্ততাও নেই। বিশ্বকাপ ৩০ মে শুরু হবে। তার আগে মে মাসের শুরুতেই পরবর্তী আন্তর্জাতিক মিশন বাংলাদেশ ক্রিকেট দলের। ৫ মে থেকে আয়ারল্যান্ডে শুরু হবে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। সেখানে ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের সঙ্গে খেলবে বাংলাদেশ দল। ৭ মে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ক্লোনটার্ফে প্রথম ম্যাচ দিয়েই পরবর্তী সেই মিশন শুরু হবে বাংলাদেশের। শুক্রবার আইসিসি এই সিরিজের সময়সূচী চূড়ান্ত করেছে। আগামী ৩০ মে ইংল্যান্ডে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট। সেখানে যাওয়ার আগে আয়ারল্যান্ডে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ দল। সেই সিরিজটি ১৭ মে শেষ হলে তবেই ইংল্যান্ডে যাবে টাইগাররা। এ কারণে ১ মে আয়ারল্যান্ড সফরে যাবে বাংলাদেশ দল। সেখানে যাওয়ার আগেই আইসিসির নতুন নিয়মে ৩০ এপ্রিলের মধ্যেই বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করতে হবে। তবে সুযোগ থাকবে ২২ মে পর্যন্ত দলে পরিবর্তন আনার। এসব অনেক আগেই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান। বিশ্বকাপ ও আয়ারল্যান্ড সফর উপলক্ষে আগামী ২২ এপ্রিল থেকেই জাতীয় দলের অনুশীলন ক্যাম্প শুরু হবে। আপাতত দেড় মাস কোন আন্তর্জাতিক ব্যস্ততা নেই বাংলাদেশ দলের। শুধু প্রস্তুতি নিতে হবে বিশ্বকাপের জন্য। সেই প্রস্তুতিটা ডিপিএল খেলেই হয়ে যাবে এবং মে মাসে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ রয়েছে। স্বাগতিক আয়ারল্যান্ড ছাড়াও সেখানে ওয়েস্ট ইন্ডিজ খেলবে। সিরিজটি ৫ মে শুরু হচ্ছে। যদিও বাংলাদেশের প্রথম ম্যাচ ৭ মে। কিন্তু আগেভাগেই আয়ারল্যান্ডে যাবে বাংলাদেশের ক্রিকেটাররা। সবকিছু ঠিক থাকলে আগামী ১ মে দেশ ছাড়বে বাংলাদেশ দল। বিশ্বকাপে এবার দীর্ঘ মিশন। কারণ নতুন নিয়মে এবার বিশ্বকাপে অংশগ্রহণকারী ১০ দলই প্রাথমিকপর্বে পরস্পরের বিরুদ্ধে ম্যাচ খেলবে। অর্থাৎ প্রাথমিক রাউন্ডেই আছে ৯টি ম্যাচ। এর আগে আবার আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ। সবকিছু মাথায় রেখেই পরিকল্পনা সাজাচ্ছে বিসিবি। নির্দিষ্ট সময় ৩০ এপ্রিলের মধ্যেই ১৫ সদস্যের বিশ্বকাপ দল দেয়া হবে। তবে আয়ারল্যান্ডে সেই দলটিই খেলবে তা নিশ্চিত নয়। কারণ সবমিলিয়ে ২২/২৩ জনকে নিয়ে বিশ্বকাপ অনুশীলন শুরু হবে এবং বাড়তি ক্রিকেটারের ভিসা করিয়ে রাখা হবে। দীর্ঘ সফরের জন্যই মূলত কিছু বাড়তি ব্যবস্থা রাখবে বিসিবি। শুক্রবার আইসিসি আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজের সময়সূচী চূড়ান্ত করেছে। সিরিজ শুরু হবে ৫ মে, স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে। ১৭ মে হবে শিরোপা লড়াই। সবগুলো ম্যাচ হবে ডাবলিন শহরের ক্যাসল এভিনিউ, ক্লোনটার্ফ ও ম্যালাহাইডে। রাউন্ড রবিন লীগে হবে প্রথম ধাপের খেলা। ফলে প্রত্যেক দল একে অপরের মুখোমুখি হবে দুইবার করে। বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭ মে। দুই দিন পর ৯ মে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে তারা। ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথমপর্বে তাদের শেষ দুটি ম্যাচ ১৩ ও ১৫ মে। এর মাঝে ১১ মে আয়ারল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয়বারের মতো পরস্পরের মুখোমুখি হবে। ১৭ মে ম্যালাহাইডে ফাইনাল অনুষ্ঠিত হবে।
×