ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

দুর্ঘটনাস্থলের মাটি নিয়ে শেষকৃত্যের প্রস্তাব ইথিওপিয়ার

প্রকাশিত: ০৯:০২, ১৮ মার্চ ২০১৯

 দুর্ঘটনাস্থলের মাটি নিয়ে শেষকৃত্যের প্রস্তাব ইথিওপিয়ার

ইথিওপিয়ান এয়ারলাইন্স গত সপ্তাহে বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত ১৫৭ আরোহীর আত্মীয়-স্বজনদের দুর্ঘটনাস্থলের পোড়া মাটি নিয়ে শেষকৃত্য সম্পন্ন করার প্রস্তাব দিয়েছে। শেষকৃত্যে নিহতদের শোকসন্তপ্ত পরিবারগুলোকে এক কেজির ব্যাগ ভর্তি পোড়া মাটি সমাহিত করার প্রস্তাব দেয়া হয়েছে বলে আরেকটি আন্তর্জাতিক বার্তা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে। দেহাবশেষ শনাক্ত করতে ছয় মাসের মতো লাগতে পারে তাই এখনই নিহতদের পরিবারকে মৃতদেহ বা দেহাবশেষ দেয়া সম্ভব হবে না বলে জানিয়েছে ইথিওপিয়ার কর্তৃপক্ষ। এই পরিস্থিতিতে রবিবার আদ্দিস আবাবায় ওই দুর্ঘটনায় নিহতদের শেষকৃত্যের আয়োজন করা হয়েছে এবং সেখানে দুর্ঘটনাস্থলের পোড়া মাটি এনে রাখা হয়েছে। প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, এখনই দেহগুলো শনাক্ত করে পরিবারের সদস্যদের হাতে তুলে দেয়া অসম্ভব হওয়ায় মাটিগুলো আনা হয়েছে। -বিবিসি
×