ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শাইনপুকুরকে থামিয়ে ফাইনালে শেখ জামাল

প্রকাশিত: ১০:৫৪, ২ মার্চ ২০১৯

  শাইনপুকুরকে থামিয়ে ফাইনালে শেখ জামাল

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের (ডিপিএল) প্রথম টি২০ আসরে ফাইনালে উঠেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম সেমিতে তারা ৫ উইকেটে হারিয়ে দেয় শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৮১ রান তুলেছিল শাইনপুকুর। জবাবে জিয়াউর রহমানের ২৯ বলে করা হার না মানা ৭২ রানের বিস্ফোরক ইনংসে ১৭.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮২ রান তুলে জয় ছিনিয়ে নেয় শেখ জামাল। গ্রুপপর্বে লিজেন্ডস অব রূপগঞ্জ ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের মতো শক্তিশালী দুই দলকে হারিয়ে সেমিতে ওঠা দুরন্ত শাইনপুকুরের অভিযান শেখ জামালের কাছে হেরে থেমে গেল। টস জিতে আগে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ওপেনার মোহাম্মদ রাকিবকে হারিয়ে ফেলেছিল শাইনপুকুর। তবে দ্বিতীয় উইকেটে মাত্র ৭১ বলে ১১৩ রানের দারুণ এক জুটি গড়েন সাব্বির হোসেন ও আফিফ হোসেন ধ্রুব। এতেই বড় সংগ্রহের ভিত পেয়ে যায় তারা। সাব্বির ৩২ বলে ২ চার, ৩ ছক্কায় ৪৭ রান করে সাজঘরে ফেরেন। আগের ওভারেই আউট হয়ে যান অর্ধশতক করা আফিফ। তিনি ৪১ বলে ৭ চার, ৩ ছক্কায় ৬৫ রান করে বাঁহাতি পেসার সালাউদ্দিন সাকিলের বলে বোল্ড হন। তবে এরপর তৌহিদ হৃদয় ও শুভাগত হোম চৌধুরী দুর্দান্ত ব্যাটি করে দলকে বড় সংগ্রহ পাইয়ে দেন। তৌহিদ ১৭ বলে ২৪ আর শুভাগত চলতি আসরে তার ব্যাটিং তান্ডব ধরে রেখে ১৭ বলে ২ চার, ২ ছক্কায় ৩১ রান করেন। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৮১ রানের বিশাল সংগ্রহ পায় শাইনপুকুর। সালাউদ্দিন সাকিল ৪ ওভারে ১ মেডেনসহ ২৮ রান দিয়ে নেন ৪ উইকেট। এছাড়া আরেক পেসার শহীদুল ইসলাম নেন ২ উইকেট। জবাব দিতে নেমে মাত্র ৬৫ রানেই ৫ উইকেট হারিয়ে চরম বিপদে পড়ে শেখ জামাল। ওই সময় যেন শাইনপুকুর জয়ের গন্ধ পেতে শুরু করেছিল আর শেখ জামাল নিজেদের পরাজয় দেখতে পাচ্ছিল চোখের সামনে। কিন্তু এরপর আর শাইনপুকুরের বোলারদের কোন পাত্তাই দেননি নুরুল হাসান সোহান ও জিয়াউর রহমান। দু’জনেই মারদাঙ্গা ব্যাটিং শুরু করেন। যদিও সোহান দুটি সহজ সুযোগ দিয়েছিলেন শাইনপুকুরের দুই পেসার দেলোয়ার হোসেন ও শরীফুল ইসলামকে। কিন্তু উভয়ে কট এ্যান্ড বোল্ডের সহজ সুযোগ হাতছাড়া করেন। সেটিই কাল হয়েছে শেষ পর্যন্ত। দু’জন অবিচ্ছিন্ন থেকে মাত্র ৫২ বলে ১১৭ রানের জুটি গড়ে শেখ জামালকে বিজয়ী করেই মাঠ ছাড়েন। সোহান ৩১ বলে ৪ চার, ১ ছক্কায় ৪৩ এবং জিয়া ২৯ বলে ৪ চার, ৭ ছক্কায় ৭২ রানে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত ১৪ বল হাতে রেখেই ৫ উইকেটে ১৮২ রান করে জয় তুলে নেয় শেখ জামাল। শাইনপুকুরের হয়ে ৩১ রানে ২ উইকেট নেন বাঁহাতি স্পিনার সোহরাওয়ার্দী শুভ। স্কোর ॥ শাইনপুকুর ইনিংস- ১৮১/৭; ২০ ওভার (আফিফ ৬৫, সাব্বির হোসেন ৪৭, শুভাগত ৩১, তৌহিদ ২৪; সালাউদ্দিন ৪/২৮, শহীদুল ২/২৫)। শেখ জামাল ইনিংস- ১৮২/৫; ১৭.৪ ওভার (জিয়াউর ৭২*, সোহান ৪৩*, ফারদিন ২২; সোহরাওয়ার্দী ২/৩১)। ফল ॥ শেখ জামাল ৫ উইকেটে জয়ী। ম্যাচসেরা ॥ জিয়াউর রহমান (শেখ জামাল ধানমন্ডি)।
×