ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

নওগাঁয় ক্লিনিকে ভুল অপারেশন ॥ রোগীর মৃত্যু

প্রকাশিত: ১১:৪৮, ২৮ ফেব্রুয়ারি ২০১৯

নওগাঁয় ক্লিনিকে ভুল অপারেশন ॥ রোগীর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২৭ ফেব্রুয়ারি ॥ নওগাঁ শহরের কাজীর মোড় বেসরকারী ক্লিনিক ‘হলি ক্রিসেন্ট’ হাসপাতালে ডাক্তারের ভুল অপারেশনে হাফিজুর রহমান হাফিজ নামে এক রোগীর মৃত্যু হয়েছে। নিহত হাফিজ সদর উপজেলার আদম দুর্গাপুর গ্রামের মৃত হাশেম আলীর পুত্র। তিনি দুই সন্তানের জনক। নিহতের স্বজন আনোয়ারা বেগম ও মামুন জানান, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় পিত্তথলিতে পাথর অপারেশনের জন্য ভর্তি করে নেয় হলি ক্রিসেন্ট হাসপাতাল। রাত ১০টায় সার্জারি বিশেষজ্ঞ ডাক্তার সোবহান দ্বারা অপারেশনের কথা থাকলেও তড়িঘড়ি করে সন্ধ্যা ৭টায় অপর এক ডাক্তার দ্বারা হাফিজকে অপারেশন থিয়েটারে নিয়ে যায় হাসপাতাল কর্তৃপক্ষ। সোয়া ৭টায় রোগীর পালস পাওয়া যাচ্ছে না বলে রোগীর স্বজনদের জানায় তারা। অবস্থা বেগতিক দেখে অপারেশনের ডাক্তার ও হাসপাতাল কর্তৃপক্ষ রোগীকে রেখে পালিয়ে যায়। হাসপাতালে শুধু নার্স থাকে। খবর পেয়ে রোগীর স্বজনরা হাসপাতালে প্রতিবাদ করতে থাকে ও এসে ভিড় জমায়। তারা জানায়, যাকে দিয়ে অপারেশন করানো হয়েছে, তিনি সার্জন নাকি পল্লী চিকিৎসক এ নিয়েও সন্দেহ করছেন রোগীর লোকজন।
×