ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পদত্যাগের চাপ প্রত্যাখ্যান টেরেসা মের

প্রকাশিত: ০৮:৫৯, ২৬ ফেব্রুয়ারি ২০১৯

পদত্যাগের চাপ প্রত্যাখ্যান টেরেসা মের

টেরেসা মে জোর দিয়ে বলেছেন, ব্রেক্সিটের পর পদত্যাগের জন্য মন্ত্রিপরিষদ সহকর্মীদের কাছ থেকে চাপ সত্ত্বেও তিনি ডাউনিং স্ট্রিটে অবস্থান করবেন। পরিবর্তিত প্রত্যাহার ব্রেক্সিট চুক্তির ওপর এ সপ্তাহে কোন অর্থবহ ভোটাভুটি হবে না বলে স্বীকার করে তিনি এমপিদের ওপর ক্ষোভ প্রকাশ করেন। খবর গার্ডিয়ান অনলাইনের। ১২ মার্চের আগে এ ভোটাভুটি নাও হতে পারে বলে প্রধানমন্ত্রী রবিবার স্বীকার করেন এবং এতে তিনি তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেন। কাশ্মীরে বন্দুকযুদ্ধে পুলিশ কর্মকর্তা ও সেনা সদস্য নিহত ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে পাঁচ ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধে পুলিশের এক উর্ধ্বতন কর্মকর্তা ও ভারতীয় সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। রবিবার কুলগাম জেলার এ গোলাগুলির ঘটনায় এক মেজরসহ দুই সৈন্য আহত হয়েছেন। এ ঘটনায় তিন বিচ্ছিন্নতাবাদীও নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। গোপন সূত্রে বিচ্ছিন্নতাবাদীদের অবস্থানের খবর পেয়ে স্থানীয় সময় ভোর তিনটার দিকে কুলগামের তুরিগাম এলাকা ঘিরে তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। -এনডিটিভি
×