ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভারতের ১৫০ প্রেক্ষাগৃহে বাংলাদেশের মেঘলা

প্রকাশিত: ১৩:০০, ৩১ জানুয়ারি ২০১৯

ভারতের ১৫০ প্রেক্ষাগৃহে বাংলাদেশের মেঘলা

বাংলাদেশের মেঘলা এবার মূল নায়িকা হয়ে চমক দেখাবেন ভারতের দক্ষিণী ছবিতে। তেলেগু ছবিতে অভিনয় করেছেন বাংলাদেশী মডেল ও অভিনেত্রী মেঘলা মুক্তা। ‘সাকালা কালা ভাল্লাবুডু’ নামের ছবিটিতে মেঘলার বিপরীতে অভিনয় করেছেন তেলেগু ছবির পরিচিত মুখ তানিস্ক রেড্ডি। শিবা গণেশ পরিচালিত এবং ইউভেন টুরিস্ট টকিং এ্যান্ড সিমভা প্রযোজিত ছবিটির পোস্টার প্রকাশ করা হয়েছে আগেই। তার অভিনীত তেলেগু সিনেমা ‘সাকালা কালা ভাল্লাবুডু’ মুক্তি পাচ্ছে ১ ফেব্রুয়ারি। প্রায় দেড়শ’ সিনেমা হলে ছবিটি প্রদর্শিত হবে বলে জানান মেঘলা। ছবিতে মেঘলাকে দেখা যাবে চৈত্রা নামের চরিত্রে। এতে মেঘলার বাবার চরিত্রে আছেন তামিল ও তেলেগু ছবির জনপ্রিয় অভিনেতা সুমন তালওয়ারকে। যিনি রজনীকান্তের ‘শিবাজি’ ও অক্ষয় কুমারের ‘গাব্বার ইজ ব্যাক’ ছবিতে ভিলেন ছিলেন। জানা গেছে, ছবির শূটিং, গান, ডাবিং সবকিছুই শেষ। এ্যাকশন, রোমান্টিক ও কমেডির মিশেলে তৈরি করা হয়েছে ‘সাকালা কালা ভাল্লাবুডু’। হায়দরাবাদে অডিশন দিয়ে এ ছবিতে অভিনয়ের সুযোগ পান মেঘলা। ছবিটিতে অভিনয়ের জন্য তেলেগু ভাষা শিখতে হয়েছে তাকে। ছবিটির শূটিং শুরু হয়েছিল গত বছরের ৫ জানুয়ারি। তামিলনাড়ু, কেরালা ও রামুজি ফিল্ম সিটিতে এ ছবির শূটিং হয়েছে। মেঘলা বলেন, ‘অবশেষে অপেক্ষার অবসান ঘটছে। প্রায় দুই বছর পর আমার স্বপ্নের সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে । নিশ্চিত হয়েছি আগামী ১ ফেব্রুয়ারি দক্ষিণের ছবিতে অভিষেক হচ্ছে আমার। মানে আমার তেলেগু ছবিটি সেদিন মুক্তি পাবে। সবাই দোয়া করবেন যে চ্যালেঞ্জ আমি নিয়েছি সেটা পূরণ করতে পারি যেন।’ বর্তমানে ছবির মুক্তি উপলক্ষে হায়দরাবাদে রয়েছেন মেঘলা। তিনি জানান, সিম্ভা ফিল্মসের ব্যানারে নির্মিত বাণিজ্যিক ঘরানার ‘সাকালা কালা ভাল্লাবুড়ু’ ছবিটি মুক্তি পাবে দক্ষিণের পাঁচটি স্টেট তেলেঙ্গানা, তামিলনাড়ু, কেরালা, কর্নাটক ও অন্ধ্র প্রদেশের ১৫০টি হলে। প্রসঙ্গত, বাংলাদেশে মডেলিংয়ের পাশাপাশি মেঘলা অভিনয় করেছেন ‘আমি শুধু চেয়েছি তোমায়’, ‘নবাব’ এর মতো ছবিতে। তবে এ সব ছবিতে মেঘলার চরিত্রের পরিসর ছিল ছোট। বড় চরিত্রে এই প্রথম দেখা যাবে অভিনেত্রীকে। আনন্দকণ্ঠ ডেস্ক
×