ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মজুদ শেষ হওয়ায় বড়পুকুরিয়া কয়লা খনির উৎপাদন বন্ধ

প্রকাশিত: ১১:৪৭, ৩১ জানুয়ারি ২০১৯

মজুদ শেষ হওয়ায় বড়পুকুরিয়া কয়লা খনির উৎপাদন বন্ধ

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরের বড়পুকুরিয়া খনির উৎপাদনশীল ১৩১৪ নম্বর কোল ফেসে মজুদ শেষ হয়ে যাওয়ায় নয় দিন ধরে কয়লা উৎপাদন বন্ধ রয়েছে। খনি সূত্রে জানা যায়, এরপর ১৩০৮ নম্বর ফেস থেকে কয়লা উত্তোলন করা হবে। বন্ধ হয়ে যাওয়া ফেসে ব্যবহৃত যন্ত্রপাতি সরিয়ে নতুন ফেসে স্থাপন করে পুনরায় উৎপাদনে যেতে, কমপক্ষে আরও দেড় মাস সময় লাগবে। জানা যায়, ২০১৮ সালের ৯ সেপ্টেম্বর থেকে খনির ১৩১৪ নম্বর ফেস থেকে কয়লা উৎপাদন শুরু হয়। এ ফেস থেকে কয়লা উৎপাদন হয়েছে ২ লাখ ৮০ হাজার টন। বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের (বিসিএমসিএল) মহাব্যবস্থাপক সাইফুল ইসলাম জানান, খনির কয়লা উৎপাদন বন্ধের বিষয়টি একটি স্বাভাবিক প্রক্রিয়া। উৎপাদনশীল ১৩১৪ নম্বর ফেসে উত্তোলনযোগ্য মজুদ কয়লা শেষ হয়ে যাওয়ায়, ২১ জানুয়ারি থেকে খনির উৎপাদন বন্ধ রয়েছে।
×