ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আন্দারমানিক নদী তীরসহ পৌরশহরে খালের ৮৮ অবৈধ স্থাপনা

প্রকাশিত: ০৫:০০, ৩০ জানুয়ারি ২০১৯

আন্দারমানিক নদী তীরসহ পৌরশহরে খালের ৮৮ অবৈধ স্থাপনা

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া ॥ অবশেষে ইলিশের অভয়াশ্রম আন্দরমানিক নদীর তীর দখল করে কলাপাড়া পৌরশহর এলাকার ১০টি স্থাপনা উচ্ছেদের জন্য তালিকা করা হয়েছে। একইভাবে কলাপাড়া পৌরশহরের রহমতপুর এলাকায় খাল দখল করে তোলা ৭৮ টি স্থাপনা উচ্ছেদে তালিকা করে পটুয়াখালী জেলা প্রশাসনের কাছে পাঠানো হয়েছে। ফেব্রুয়ারি/মার্চ মাসের যে কোন দিন এসব স্থাপনা উচ্ছেদে অভিযান চালানো হবে। খবর উপজেলা ভূমি প্রশাসনসহ নির্ভরযোগ্য সূত্রের। কলাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) অনুপ দাশ জানান, জেলা প্রশাসন থেকে ম্যাজিস্ট্রেট নিয়োগ প্রক্রিয়াধীন। এসব অবৈধ দখলদার উচ্ছেদ এখন সময়ের ব্যাপার। নোটিশ পর্যন্ত এসে গেছে। কলাপাড়ায় পৌরসভার মাঝখান দিয়ে বহমান শহরের প্রাণখ্যাত তিনটি খাল এখন দখল দুষণে মৃতপ্রায়। এখালের সীমানা চিহ্নিত করে খালটি পুনর্খনন দরকার। শহরের সকল বর্জ্যসহ পানি চলাচল করে এ খাল দিয়ে। স্লুইস সংযুক্ত এখালটি দিয়ে বর্ষাকালে পৌরসভা এবং টিয়াখালী ইউনিয়নের একাংশের পানি চলাচল করে। শহরটির সকল ড্রেনের আউটলাইন রয়েছে খালের সঙ্গে। কিন্তু খালের দুইপাড়সহ মূল খাল দখল কওে টিনশেডসহ পাকা এমনকি, বহুতল ভবন করা হয়েছে। ফলে শহরের জলাবদ্ধতা দুরকরনের পন্থাও থাকছে না। এসব দিক বিবেচনায় কলাপাড়া পৌরসভার অভ্যন্তরের খাল এবং আন্দারমানিক রক্ষায় ঝুঁকিপুর্ন স্থাপনাগুলোর তালিকা তৈরি করে জেলা প্রশাসকের কার্যালয়ে উচ্ছেদের জন্য পাঠানো হয়েছে। এখন যে কোন সময় এসব স্থাপনা উচ্ছেদ প্রক্রিয়া চলবে বলে ভূমি প্রশাসন উদ্যোগ নিয়েছে।
×