ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সোবার্সের পর জেসন হোল্ডার

প্রকাশিত: ১২:০৩, ২৯ জানুয়ারি ২০১৯

সোবার্সের পর জেসন হোল্ডার

স্পোর্টস রিপোর্টার ॥ নিজেদের হারিয়ে খোঁজা ক্যারিবীয় ক্রিকেটে জেসন হোল্ডার যেন এক টুকরো আশার আলো। দলের ক্রান্তিকালে উইন্ডিজের অধিনায়কের দায়িত্ব নিয়েছিলেন মূলত পেসার হিসেবে। টেল-এন্ডে ব্যাটিংটাও টুকটাক করতে পারতেন। সেই তিনি এখন ‘নাম্বার ওয়ান।’ ব্রিজটাউন টেস্টে আট নম্বরে নেমে হাঁকিয়েছেন ডাবল সেঞ্চুরি। অপরাজিত ২০২ রানের পথে রেকর্ড বইয়ের অনেক সমীকরণই নাড়িয়ে দিয়েছেন হোল্ডার। ২৭ বছর বয়সী বার্বাডিয়ান এবার স্বদেশী গ্রেট স্যার গ্যারি সোবার্সের পাশে নাম লেখালেন। সোবার্সের পর দীর্ঘ ৪৫ বছরে কোন ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডার হিসেবে উঠে এলেন টেস্ট র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে। সত্যি অসাধারণ। নানা টানাপোড়েনের মধ্য দিয়ে যাওয়া দল ভাল না করলেও হোল্ডার সেখানে অনন্য। ব্যতিক্রম উদাহরণ। টেস্টে উইকেট শিকারের গড়ে ২০১৮ সালে ভেঙ্গে দিয়েছিলেন শত বছরের রেকর্ড। আট নম্বরে নেমে ডাবল সেঞ্চুরি। ম্যাচ জেতানো পারফরর্মেন্স। সাম্প্রতিক সময়ে ব্যাটে-বলে অসাধারণ ধারাবাহিকতা। মাঠে দুর্দান্ত পারফর্মেন্সের পুরস্কার জেসন হোল্ডার পেয়েছেন র‌্যাঙ্কিংয়ে। টাইগার তারকা সাকিব আল হাসানকে পেছনে ফেলে উঠে গেছেন আইসিসি টেস্ট অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে। হোল্ডারের এই অর্জনে ৪৫ বছর পর আবারও টেস্টের শীর্ষ অলরাউন্ডার পেল ওয়েস্ট ইন্ডিজ। সর্বশেষ ১৯৭৪ সালের মার্চে অবসরের বছর শীর্ষে উঠেছিলেন সর্বকালের সেরা অলরাউন্ডার বলে বিবেচিত গ্যারি সোবার্স। ইংল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত টেস্টে ডাবল সেঞ্চুরি করেছেন হোল্ডার। প্রথম ইনিংসে উইকেট নিয়েছিলেন দুটি। এটির আগে তার সর্বশেষ টেস্টে ভারতের বিপক্ষে হায়দরাবাদে ছিল ফিফটি ও ৫ উইকেট। তার আগে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে নিয়েছিলেন ৫ উইকেট, দ্বিতীয় টেস্টে ১১টি। ব্যাট হাতে ছিল কার্যকর ইনিংস। বাংলাদেশ সিরিজের আগে শ্রীলঙ্কার বিপক্ষেও ব্যাটে-বলে পারফর্মেন্স ছিল দুর্দান্ত। হোল্ডারের রেটিং পয়েন্ট এখন ৪৪০। দুইয়ে থাকা সাকিবের পয়েন্ট ৪১৫, তিনে রবীন্দ্র জাদেজা ৩৮৭ পয়েন্ট নিয়ে। বার্ডাডোজে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে মাত্র ৫ রান করলেও বল হাতে ২টি উইকেট নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ হোল্ডার। আর দ্বিতীয় ইনিংসে অপরাজিত ২০২ রান করেন তিনি। তবে দ্বিতীয় ইনিংসে কোন উইকেট পাননি। ইংল্যান্ডকে ৩৮১ রানে হারিয়ে প্রথম টেস্ট জিতে সিরিজে ১-০তে এগিয়ে যায় ক্যারিবীয়রা। দ্বিতীয় ইনিংসে ৮ উইকেট নিয়ে ইংলিশদের নাড়িয়ে দেন অকেশনাল স্পিনার রোস্টন চেইস। তবে ম্যাচসেরার পুরস্কার ওঠে রেকর্ডম্যান অধিনায়ক হোল্ডারের হাতেই। আর এই পারফর্মেন্সের সুবাদেই দীর্ঘ সাড়ে চার দশকে প্রথম কোন ক্যারিবিয়ান উঠলেন আইসিসি অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে।
×