ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বগুড়ায় অপহৃত কলেজ ছাত্র উদ্ধার ॥ গ্রেফতার ৩

প্রকাশিত: ১০:২০, ২৮ জানুয়ারি ২০১৯

 বগুড়ায় অপহৃত  কলেজ ছাত্র  উদ্ধার ॥  গ্রেফতার ৩

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বগুড়ায় বেসরকারী পলিটেকনিকের এক অপহৃত ছাত্রকে উদ্ধার ও ঘটনার সঙ্গে জড়িত ৩ অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এক লাখ টাকা মুক্তিপণের দাবিতে ওই ছাত্রকে অপহরণ করা হয়েছিল। শনিবার রাতে শহরের থান্দার এলাকা থেকে সাকিবুল ইসলাম (২০) ওই কলেজ ছাত্র উদ্ধার হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতরা হলো- রেজাউল ইসলাম ওরফে রিয়াদ (২৪), ওয়াহেদ ফারুকী ওরফে মেঘ (১৯) ও সজিব (২৫)। পুলিশ জানায়, অপহরণের শিকার সাকিবুল ইসলাম বেরসরকারী পলিটেকনিক বিআইআইটির টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী। তার বাড়ি বগুড়ার নন্দীগ্রাম উপজেলার দামরুল এলাকায়। সে শহরের শহরের সেউজগাড়ি এলাকার একটি মেসে থেকে থাকে। শনিবার দুপুরে কলেজে ব্যবহারীক পরীক্ষা দিয়ে শহরের খান্দার সড়ক দিয়ে মেসে ফিরছিল। পথে অপহরণকারীরা তাকে ছুরির ভয় দেখিয়ে রিক্সায় তুলে নেয় এবং মালগ্রাম এলাকার একটি নির্জন এলাকায় আটকে রাখে। অপহরণকারীরা তার পরিবারের কাছ থেকে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরিবারের পক্ষ থেকে প্রথমে ৫ হাজার ১শ’ টাকা বিকাশে পাঠানো হয়। পরে বিষয়টি পুলিশকে জানান হলে, পুলিশ অভিযান শুরু করে। মুক্তিপণের বাকি টাকা নিতে এলে অপহরণকারী চক্রের সদস্য মেঘ প্রথমে পুলিশের হাতে ধরা পড়ে। তার তথ্যানুযায়ী পুলিশ অপর দুই অপহরণকারীকে গ্রেফতার এবং খান্দার এলাকা থেকে অপহৃত কলেজ ছাত্রকে উদ্ধার করে।
×