ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ব্রাজিলে বাঁধ ধসে নিহতের সংখ্যা বেড়ে ৩৪

প্রকাশিত: ০৪:১১, ২৮ জানুয়ারি ২০১৯

 ব্রাজিলে বাঁধ ধসে নিহতের সংখ্যা বেড়ে ৩৪

ব্রাজিলের দক্ষিণ-পূর্ব অঞ্চলে একটি আকরিক লোহার খনির কাছে বাঁধ ভেঙ্গে অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে বলে দেশটির কর্মকর্তারা নিশ্চিত করেছেন। শুক্রবার স্থানীয় সময় দুপুরের এ ঘটনায় খনি বর্জ্যরে বিশাল এক প্রবাহ নেমে এসে খনির স্থাপনাগুলো ধ্বংস করে নিকটবর্তী একটি বসতিকে বিচ্ছিন্ন করে দেয়। খবর ইয়াহু নিউজ। দেশটির মিনাস জেরাইস রাজ্যের দমকল বিভাগ নিহতের সর্বশেষ সংখ্যা নিশ্চিত করে আহত আরও ২৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে। খনিটির স্বত্বাধিকারী কোম্পানি ভালি এসএ নিখোঁজ ব্যক্তিদের একটি তালিকা প্রকাশ করেছে, তাতে এখনও প্রায় ২৫০ জন নিখোঁজ রয়েছেন বলে দেখা গেছে। নিহতরা প্রায় সবাই ভালির কর্মী অথবা ঠিকাদার বলে জানিয়েছেন পুলিশের এক মুখপাত্র। শনিবার রাতে উদ্ধারকাজ স্থগিত রাখা হয়। রবিবার সকালে তা আবার শুরুর কথা রয়েছে। ব্রুমাজিনো শহরের কাছের এই খনিটির স্থাপনা ও নিকটবর্তী বাড়িগুলো কাদার নিচে চাপা পড়েছে। এসব স্থাপনা ও বাড়িতে এবং আটকা পড়া একটি বাস ও ট্রেনে জীবিতদের পাওয়া যেতে পারে বলে আশা করছেন উদ্ধারকারীরা। নিহতের সংখ্যা হঠাৎই বাড়তে শুরু করতে পারে বলে মন্তব্য করেছেন ব্রুমাজিনোর মেয়র আভিমার দি মেলো বার্সেলোস।
×