ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ইসফট এরিনা চেস ক্লাবের শরীয়তুল্লাহ চ্যাম্পিয়ন

প্রকাশিত: ০৬:৪৭, ২০ জানুয়ারি ২০১৯

ইসফট এরিনা চেস ক্লাবের শরীয়তুল্লাহ চ্যাম্পিয়ন

স্পোর্টস রিপোর্টার ॥ উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের আয়োজনে ঢাকার উত্তরায় অনুষ্ঠিত হ্যাপি নিউইয়ার র‌্যাপিড রেটিং চেস টুর্নামেন্টে ইসফট এরিনা চেস ক্লাবের শরীয়তুল্লাহ চ্যাম্পিয়ন হয়েছেন। ৭ খেলায় সমান ৬ পয়েন্ট পেয়ে টাইব্রেকিংয়ে শরীয়তুল্লাহ চ্যাম্পিয়ন, বাংলাদেশ পুলিশ দাবা দলের আব্দুল মোমিন রানারআপ এবং ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্সের হাসান ইমাম তৃতীয় হয়েছেন। আনরেটেড ক্যাটাগরিতে সেরা হন হৃদয় মাহমুদ। অনুর্ধ-১৬ বিভাগে চ্যাম্পিয়ন হন উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের তাসনিয়া তারান্নুম অর্পা। মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হন উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের মুশফিকা জান্নাত শাওড়ি। এছাড়া মেহেদী হাসান, আবু লাইস আনছারি এবং সাইফুর রহমান রেটিং ক্যাটাগরিতে পুরস্কার পান। একজন স্প্যানিশ দাবাড়ুসহ মোট ৬৬ দাবাড়ু এই প্রতিযোগিতায় অংশ নেন। উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি কবি ও ছড়াকার রাহাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ক্লাব লিমিটেডের সহসভাপতি কাজী খায়রুল বাশার। মেঘনায় ইউএনও কাপ ফুটবল স্পোর্টস রিপোর্টার ॥ বাল্যবিবাহ সম্পর্কে সচেতনতা বাড়াতে কুমিল্লার মেঘনায় হতে যাচ্ছে ইউএনও কাপ বালিকা ফুটবল। স্বাগতিক চন্দনপুর মনির আহমদ উচ্চ বিদ্যালয়-দৌলত হোসেন সরকারী উচ্চ বিদ্যালয়ের ম্যাচ দিয়ে বুধবার শুরু হবে কিশোরীদের জন্য দু’দিনের ব্যতিক্রমী টুর্নামেন্ট। উদ্বোধন করবেন উপজেলা নির্বাহী অফিসার আফরোজা পারভীন। মেঘনা উপজেলা প্রশাসন আয়োজিত টুর্নামেন্টে অংশ নিবে দশটি স্কুল। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল আমিনের সভাপতিত্বে বিজয়ীদের পুরস্কৃত করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। উদ্যোগ বাস্তবায়ন করছে মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। সব দলকে উপজেলা প্রশাসন জার্সি ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন ফুটবল দেবে। এলিভেটর স্কুল দাবা প্রশিক্ষণ কর্মশালা স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও গোল্ডেন স্পোর্টিং ক্লাবের আয়োজনে শনিবার অনুষ্ঠিত হয়েছে ‘এলিভেটর স্কুল দাবা প্রশিক্ষণ কর্মশালা’। বাংলাদেশ চেস প্লেয়ার্স এ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান দাবাড়ু খুঁজে বের করতে ধানম-ির কলাবাগানের পান্থপথে অবস্থিত লেক সার্কাস বালিকা উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী অনুষ্ঠিত হয় এই প্রশিক্ষণ কর্মশালা। যেখানে স্কুলটির ২০০ ছাত্রী অংশগ্রহণ করে। প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন ওয়ালটন গ্রুপের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন)।
×