ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

এখনও আশায় যুবরাজ

প্রকাশিত: ০৭:১১, ২২ ডিসেম্বর ২০১৮

 এখনও আশায় যুবরাজ

স্পোর্টস রিপোর্টার ॥ বিরাট কোহলির নেতৃত্বে ভারত ক্রিকেট দল এখন উড়ছে। চমৎকার ক্রিকেট খেলছে মোড়ল দেশটি। একাদশে কাকে ছেড়ে কাকে নেবেন অবস্থা। অথচ এখনও আশা ছাড়েনি যুবরাজ সিং। ‘এখনও আমার মধ্যে ক্রিকেট বাকি রয়েছে। এখনও আমার মধ্যে খিদে আছে। খেলার ইচ্ছে রয়েছে বলেই ২২ গজ ছেড়ে চলে যাইনি এখনও। তবে আমি জানি এটা আমাকে শেষ করতে হবে। ক্রিকেটটা আমি আবেগ দিয়ে খেলি।’ বলেন ভারতের ২০১১ বিশ্বকাপ জয়ের নায়ক। এরপরই তিনি যোগ করেন, ‘২০১৯ বিশ্বকাপের পর অবসর নিয়ে সিদ্ধান্ত নেব। আগামী তিন থেকে চারমাস খুব গুরুত্বপূর্ণ। আমাকে রান পেতেই হবে। দলে ফিরতে পারলেও বেশিদিন হয়তো অময় পাব না।’ যুবরাজ প্রায় দেড় বছর আগে জাতীয় দলের হয়ে শেষবার মাঠে নেমেছিলেন। তার সময় যে শেষ হয়ে এসেছে তা বোঝা যায় আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) নিলামের দিলে তাকালেই।
×