ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

উত্তরাঞ্চলের রানের পাহাড়

প্রকাশিত: ০৭:০৫, ২৩ নভেম্বর ২০১৮

 উত্তরাঞ্চলের রানের পাহাড়

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ক্রিকেট লীগ (বিসিএল) শুরু হয়েছে বুধবার। বৃহস্পতিবার ছিল দ্বিতীয়দিন। প্রথম ইনিংসে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের বিপক্ষে রানের পাহাড় গড়েছে উত্তরাঞ্চল। নাঈম ইসলামের ১৩৭ ও জহুরুল ইসলামের ১০৪ রানে ৪৪৫ রান করেছে বিসিবি উত্তরাঞ্চল। জবাব দিতে নেমে ৪ উইকেট হারিয়ে ১২৫ রান করেছে পূর্বাঞ্চল। ৩২০ রানে এগিয়ে রয়েছে উত্তরাঞ্চল। প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল ও ওয়ালটন মধ্যাঞ্চলের মধ্যে দুর্দান্ত লড়াই চলছে। উত্তরাঞ্চল-পূর্বাঞ্চল ম্যাচ (রাজশাহী) ॥ রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে উত্তরাঞ্চলের জয়জয়কার হচ্ছে। বড় স্কোরও গড়েছে দলটি। আবার দলের নাঈম ও জহুরুল দেখিয়েছেন ব্যাটিং ঝলক। প্রথমদিনে ২ উইকেট হারিয়ে ৩৩৫ রান করেছিল উত্তরাঞ্চল। নাঈম ১১১ ও জহুরুল ১০০ রানে অপরাজিত ছিলেন। দুইজন মিলে তৃতীয় উইকেট জুটিতে ২৩৯ রানের জুটি গড়েন। এই জুটিতেই বিশাল স্কোর গড়ে উত্তরাঞ্চল। এরপর ব্যাট হাতে নেমে পূর্বাঞ্চল বিপদে পড়ে। ১২৫ রান করতেই ৪ উইকেট হারায়। রনি তালুকদার ৫৪ রান করেন। তাসামুল হক ২৪ রানে ব্যাট করছেন। আজ তৃতীয়দিনে তাসামুলের সঙ্গে ইয়াসির আলী ব্যাট হাতে নামবেন। দলকে বাঁচাতে দুইজন চেষ্টা করে যাবেন। ফলোঅন এড়াতেই এখনও ১৭১ রান করতে হবে। তা কী সম্ভব? তা আজই বোঝা যাবে। ২ উইকেট করে নেয়া এবাদত হোসেন ও সানজামুল ইসলাম যে অসাধারণ ব্যাটিং করছেন। স্কোর ॥ উত্তরাঞ্চল প্রথম ইনিংস প্রথমদিন শেষে ৩৩৫/২; নাঈম ১১১*, জহুরুল ১০০* ও দ্বিতীয়দিন ৪৪৫/১০; নাঈম ১৩৭, জহুরুল ১০৪, মিজানুর ৯২, জিয়াউর ২৯; হাসান ৪/৮৪। পূর্বাঞ্চল প্রথম ইনিংস ১২৫/৪; রনি ৫৪, শামসুর ২৪, তাসামুল ২৪*; সানজামুল ২/১৭, এবাদত ২/২৬। দক্ষিণাঞ্চল-মধ্যাঞ্চল ম্যাচ (সিলেট) ॥ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ম্যাচটি জমে উঠেছে। সমান তালে দুইদলই এগিয়ে চলেছেন। প্রথম ইনিংসে আব্দুল মজিদের অপরাজিত ১৪১ রানে মধ্যাঞ্চল ২৮২ রান করে। এরপর ব্যাট হাতে নেমে প্রথমদিনে দক্ষিণাঞ্চল কোন উইকেট না হারিয়ে ২৯ রান করে। দ্বিতীয়দিনের সঙ্গে আরও ২৫২ রান করতে পারে। ফজলে মাহমুদ রাব্বি ৯৪ রান করেন। ৬ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন। শাহরিয়ার নাফীসও (৭১) ব্যাটিং ঝলক দেখান। ৪ উইকেট নেয়া মোশাররফ হোসেন রুবেলের স্পিন ফাঁদে পড়ে ২৮১ রানেই গুটিয়ে যায় দক্ষিণাঞ্চল। ১ রানে এগিয়ে থাকে মধ্যাঞ্চল। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২ রান করে মধ্যাঞ্চল। সাইফ হাসানকে নিয়ে লিটন কুমার দাস ২ রানে ব্যাট করছেন। আজ ম্যাচের মোড় কোনদিকে ঘুরছে, তা বোঝা যাবে। স্কোর ॥ মধ্যাঞ্চল প্রথম ইনিংস ২৮২/১০; মজিদ ১৪১*, শহিদুল ৫৮; আল-আমিন ৩/৬৫, রাজ্জাক ৩/৭০ ও দ্বিতীয় ইনিংস ২/০)। দক্ষিণাঞ্চল প্রথম ইনিংস প্রথমদিন শেষে ২৯/০; শাহরিয়ার ১৫* ও দ্বিতীয়দিন ২৮১/১০; ফজলে মাহমুদ ৯৪, শাহরিয়ার ৭১, রুবেল ৩০; মোশাররফ ৪/৫৩।
×