ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কাবুলে ভয়াবহ বোমা হামলার তীব্র নিন্দা জানাল ইরান

প্রকাশিত: ১৭:৪৬, ২১ নভেম্বর ২০১৮

কাবুলে ভয়াবহ বোমা হামলার তীব্র নিন্দা জানাল ইরান

অনলাইন ডেস্ক ॥ আফগানিস্তানের রাজধানী কাবুলে মিলাদুন্নবী (সা.)’র অনুষ্ঠানে ভয়াবহ বোমা হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। একইসঙ্গে এ পাশবিক হামলায় নিহতদের পরিবারবর্গের পাশাপাশি আফগানিস্তানের সরকার ও জনগণের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছে তেহরান। আফগানিস্তানে মঙ্গলবার সন্ধ্যায় ঈদে মিলাদুন্নবী (সা.)’র এক অনুষ্ঠানে ভয়াবহ বোমা হামলায় অন্তত ৬০ জন নিহত ও অপর ৮০ জনের বেশি লোক আহত হয়। কোনো গোষ্ঠী এখনো এ হামলার দায়িত্ব স্বীকার না করলেও উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ (আইএস) এ ধরনের হামলা চালিয়ে থাকে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি ওই হামলার নিন্দা জানাতে গিয়ে বলেছেন, মানবতার মুক্তির দূতের জন্মদিনের অনুষ্ঠানে এমন জঘন্য হামলা যাতে বহু সুন্নি আলেম নিহত হয়েছেন তার নিন্দা জানানোর ভাষা খুঁজে পাওয়া মুশকিল। তিনি আরো বলেন, এই কাপুরুষোচিত হামলার পরিকল্পনাকারীরা আফগানিস্তানের জনগণের মধ্যে সাম্প্রদায়িক ও গোত্রীয় সংঘাত উসকে দিতে চায়। আফগানিস্তানের জনগণ নিজেদের মধ্যে ঐক্য ও সংহতি বজায় রেখে সন্ত্রাসীদের পরাভূত করতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন।
×