ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জনপ্রিয়তার শীর্ষে ‘এ্যান্ড্রয়েড ৭’ যুক্ত নতুন স্মার্ট টিভি

প্রকাশিত: ০৫:৩৬, ২১ নভেম্বর ২০১৮

 জনপ্রিয়তার শীর্ষে ‘এ্যান্ড্রয়েড ৭’ যুক্ত নতুন স্মার্ট টিভি

সর্বাধুনিক ও অটোমেটিক প্রডাকশন লাইনে দেশেই আন্তর্জাতিকমানের এ্যান্ড্রয়েড স্মার্ট টিভি উৎপাদন করছে ওয়ালটন। অত্যাধুনিক প্রযুক্তির প্যানেল, উচ্চ গতির কোয়াড-কোর প্রসেসর, লার্জ ভিউয়িং এ্যাঙ্গেল, হাই কন্ট্রাস্ট পিকচার, ডলবি ডিজিটাল সাউন্ড সিস্টেম, আল্ট্রা স্লিম ডিজাইন ও সাশ্রয়ী মূল্যের জন্য স্থানীয় বাজারে ওয়ালটন স্মার্ট টিভির চাহিদা ও বিক্রি বেড়েছে। এরই প্রেক্ষিতে স্মার্ট টিভির লেটেস্ট অপারেটিং সিস্টেম ‘এ্যান্ড্রয়েড ৭’ যুক্ত ৩২, ৩৯ ও ৪৩ ইঞ্চি টেলিভিশন বাজারে ছেড়েছে দেশীয় প্রতিষ্ঠানটি। এসব টিভির প্রতিটিতে রয়েছে ১ জিবি র‌্যাম ও ৮ জিবি বিল্ট-ইন মেমোরি। জানা গেছে, প্রযুক্তি নিয়ে নিয়মিত গবেষণার মাধ্যমে এলইডি ও স্মার্ট টেলিভিশন উৎপাদন খাতে ব্যাপক অগ্রগতি অর্জন করে চলেছে ওয়ালটন। এবার তারা ২৪ হাজর ৯শ’ টাকায় গ্রাহকদের দিচ্ছে ‘এ্যান্ড্রয়েড ৭’ যুক্ত লেটেস্ট অপারেটিং সিস্টেমের ৩২ ইঞ্চি স্মার্ট টিভি। পাশাপাশি, এ্যান্ড্রয়েড ৭ এর ৩৯ ও ৪৩ ইঞ্চি স্মার্ট টিভিও বাজারে ছেড়েছে ওয়ালটন। -অর্থনৈতিক রিপোর্টার
×