ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ধাওয়ান-ধামাকায় উড়ে গেল উইন্ডিজ

প্রকাশিত: ০৬:৩৭, ১৩ নভেম্বর ২০১৮

ধাওয়ান-ধামাকায় উড়ে গেল উইন্ডিজ

স্পোর্টস রিপোর্টার ॥ টেস্টে ২-০ তে সিরিজ জয়, ওয়ানডে ৩-১এ, টি২০টা আরও দুর্দান্ত। ছোট্ট ফরমেটে ক্যারিবীয়দের ৩-০ তে ‘হোয়াইটওয়াশ’ করল ভারত। চেন্নাইয়ে রোহিত শর্মা-বাহিনীর জয় ৬ উইকেটে, তবে ম্যাচের ফয়সালা হয়েছে শেষ বলে! নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৮১ রানের চ্যালেঞ্জিং স্কোরই গড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু ম্যাচের নায়ক শিখর ধাওয়ান (৬২ বলে ৯২) ও তরুণ ঋষভ পন্থের (৩৮ বলে ৫৮) দারুণ দুটি ম্যারাথন ইনিংসের সৌজন্যে ৪ উইকেট হারিয়ে শেষ বলে জয় নিশ্চিত করে স্বাগতিকরা। সিরিজসেরা হয়েছেন স্পিনার কুলদীপ যাদব। একটি ওয়ানডে টাই এবং আরেকটি জয় বাদ দিলে সর্বোপরি একরাশ হতাশা সঙ্গী করে দীর্ঘ ভারত সফর শেষ করল জেসন হোল্ডার, কার্লোস ব্রেথওয়েটের ওয়েস্ট উইন্ডিজ। ধাওয়ানের সাম্প্রতিক, বিশেষ করে ইংল্যান্ড সফর ও এশিয়া কাপের ফর্ম নিয়ে কথা হচ্ছিল। বিশ্বকাপের মাত্র কয়েক মাস আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত এই সিরিজে ভারতীয় ম্যানেজমেন্টকে স্বস্তি এনে দিলেন হার্ডহিটার ওপেনার। ৬২ বলে ৯২ রানের ইনিংসটি তিনি সাজিয়েছেন ১০ চার ও ২ ছক্কা দিয়ে। বড় স্কোর তাড়া করতে নেমে শুরুতেই ইনফর্ম রোহিতকে হারানোর পরই ভারত যে কক্ষপথে ছিল তাতে বড় অবদান পন্থেরও। ৩৮ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৫৮ রানের ইনিংস উপহার দিয়েছেন বড় নাম মহেন্দ্র সিং ধোনির পরিবর্তে সুযোগ পাওয়া তরুণ এই ক্রিকেটার। ম্যাচসেরা ধাওয়ানের মুখেও তাই পন্থের প্রশংসা, ‘আমি আর ঋষভ যেভাবে ব্যাট করেছি, তাতে খুশি। ও অন্যপাশে মারা শুরু করলে আমি কিছুটা ধরে খেলার চেষ্টা করি। ঋষভ আসলেই দেখার মতো কিছু ছক্কা হাঁকিয়েছে। পরে আমিও ওর সঙ্গে মজা করে কয়েকটা হাঁকিয়েছি!’ ধাওয়ান আরও যোগ করেন, ‘একটা বড় ইনিংস খেলতে পেরে ভাল লাগছে। তবে আগের ম্যাচের ৪৩ রানও ছিল মনে রাখার মতো। কারণ সেদিন শুরুতেই দুটি উইকেট পড়ে যাওয়ার পর আমি ওই রান করেছিলাম।’ আর বিরাট কোহলির বিশ্রামে এশিয়া কাপ উপহার দেয়ার পর উইন্ডিজকে এভাবে উড়িয়ে দেয়া ভারপ্রাপ্ত অধিনায়ক রোহিত বলেন, ‘এমন ম্যাচ কিন্তু আমরা আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলি। শেষটা ছিল এক্সাইটিং। বড় স্কোর তাড়া করতে নেমেই ভেবেছিলাম, আমাদের বিধ্বংসী ক্রিকেট খেলতে হবে।
×