ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিউটিশিয়ান রোবট

প্রকাশিত: ০৫:১৬, ১০ নভেম্বর ২০১৮

 বিউটিশিয়ান রোবট

প্রযুক্তির এ যুগে সর্বত্রই এখন রোবটের জয়জয়কার। হোটেল বয় থেকে সংবাদ পাঠ সবই এখন করছে এই কৃত্রিম মানব। তবে এবার আরও এক জায়গায় থাবা বসাল রোবট। তা হলো এখন থেকে রূপসজ্জার কাজ করবে রোবট। বিয়ের কনে থেকে শুরু করে মেয়েদের আরও অনেক কাজ করবে রোবট। চীনে চলমান আন্তর্জাতিক রফতানি মেলায় বুধবার এই বিউটিশিয়ান রোবট প্রদর্শন করা হয়। সাইহাইতে চলমান এই মেলায় আরও অনেক পণ্যের পাশাপাশি রোবটের এই কাজ দেখতে লোকজনের ভিড় জমে যায়। এখানে দেখা যায়, এই বিউটিশিয়ান রোবট তার হাত দিয়ে সুনিপুণভাবে মেকাপ ফুটিয়ে তুলছে। মানুষ বিউটিশিয়ানের চেয়ে এটির কাজ আরও দ্রুত ও নিখুঁত হচ্ছে। এ সময় দেখা যায়, রোবটটি একটি ব্রাশের সঙ্গে মাসকারাসহ অন্যান্য মেকাপ সামগ্রী মিশিয়ে একটি নকল মুখে লাগিয়ে দিচ্ছে। তবে এই রোবটের দাম সম্পর্কে আপাতত কিছু জানা যায়নি। চীনের এই মেলা আগামী ১০ নবেম্বর পর্যন্ত চলবে। টেকট্রি অবলম্বনে।
×