ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ব্যতিক্রমী শৈল্পিক চিন্তা বই খাতা-কলম নিয়ে যাত্রী ছাত্রছাত্রী

প্রকাশিত: ০৬:০৪, ৬ নভেম্বর ২০১৮

ব্যতিক্রমী শৈল্পিক চিন্তা বই খাতা-কলম নিয়ে যাত্রী ছাত্রছাত্রী

ইফতেখারুল অনুপম ॥ ট্রেন চলেছে, ট্রেন চলেছে/ ট্রেনের বাড়ি কই?... কবি শামসুর রাহমানের কবিতার মতোই দিগরবাইদ সরকারী প্রাথমিক বিদ্যালয়। যেন স্কুল নয়, চলন্ত ট্রেন। ট্রেন থেকে নামছেন যাত্রীরা। কিন্তু এসব যাত্রীর গন্তব্য কোন নির্দিষ্ট স্থান নয়। কোমলমতি এ যাত্রীদের গন্তব্য আলোর পথে। এরা যেন আলোর দিশারী। বই, খাতা ও কলম হাতে দেশের ভবিষ্যতের দিকে রওনা হয়েছে এরা। ঠিক ট্রেনের আদলে রং করা হয়েছে তাদের এ জ্ঞানালয়। এ মন মাতানো প্রাথমিক বিদ্যালয়টি এখন সবার কাছে ‘ট্রেন স্কুল’ নামে পরিচিত। বিদ্যালয়ের স্লিপ অনুদানের টাকায় করা হয়েছে এমন শৈল্পিক আয়োজন। প্রধান শিক্ষক তারেকুল ইসলাম নিজ হাতে রেলগাড়ির মতো করেছেন বিদ্যালয়ের শ্রেণীকক্ষের দেয়াল। তাকে সহযোগিতা করেছেন বিদ্যালয়ের পিয়ন শাহিন আলম। সরেজমিনে টাঙ্গাইলের মধুপুরের দিগরবাইদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে কথা হয় শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসীর সঙ্গে। তারা জানান, বিদ্যালয়টি ট্রেনের মতো করে রং করায় পুরো উপজেলায় সাড়া জাগিয়েছে। নজর কেড়েছে সকলের। অনেকেই দিগরবাইদে আসেন বিদ্যালয়টি দেখতে। বিদ্যালয়টি দেখে মুগ্ধ হয়ে ফেরেন তারা। বিদ্যালয়টি দেখতে আসা রূপালী আক্তার ও আব্দুস ছামাদ জানান, বিদ্যালয়টি দেখে খুব ভাল লেগেছে, মুগ্ধ হয়েছি। পঞ্চম শ্রেণীর ছাত্র মোখছিদুল আলম রাফি বলেন, এ ট্রেন স্কুলে ক্লাস করে খুব মজা লাগে। সহকারী শিক্ষক রোকসানা খাতুন ও উম্মে সালমা জানান, আমাদের প্রধান শিক্ষক তারেকুল ইসলাম অনেক যতœ করে দেয়ালে রং করেছেন। যার জন্য এলাকাবাসীসহ অনেকেরই প্রশংসা পাওয়া যাচ্ছে। প্রধান শিক্ষক তারেকুল ইসলাম জানান, কবি শামসুর রাহমানের বিখ্যাত কবিতা ‘ট্রেন’ এর বাস্তব চিত্র শিক্ষার্থীদের বোঝানোর জন্যই আমি বিদ্যালয়টি ট্রেনের মতো করে রং করেছি। কোমলমতি শিক্ষার্থীরা যাতে মজা পেয়ে লেখাপড়ায় মনোযোগী হতে পারে সেই চিন্তা থেকেই বিদ্যালয়টি ট্রেনের মতো আকর্ষণীয় করে সাজানো হয়েছে। তিনি জানান, এ ব্যাপারে জেলা ও উপজেলা শিক্ষা বিভাগ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী সার্বিক সহযোগিতা করেছেন। এ বিষয়ে মধুপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এএইচএম রেজাউল করিম জানান, ‘আমাদের বিদ্যালয় আমরা গড়ব’ স্লোগানে বিদ্যালয় আকর্ষণীয় করে সাজাতে উদ্যোগ নেয়া হয়েছে। তারই অংশ হিসেবে ওই বিদ্যালয়টি রং করে ট্রেনের আদলে করা হয়েছে। এটি ইতোমধ্যে সকলের নজর কেড়েছে।
×