ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

শুরু করা প্রকল্প ক্ষমতায় এসে উদ্বোধনের আশা প্রধানমন্ত্রীর

প্রকাশিত: ০৫:৫৭, ৩০ অক্টোবর ২০১৮

শুরু করা প্রকল্প ক্ষমতায় এসে উদ্বোধনের আশা প্রধানমন্ত্রীর

বিডিনিউজ ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হয়ে সরকার গঠন করবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার বিকেলে স্বাস্থ্য খাতের কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিস্থাপন অনুষ্ঠানে তিনি বলেন, ‘আগামী নির্বাচনে ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণ নিশ্চয়ই নৌকায় ভোট দেবে। আবার এসে এই ভিত্তিপ্রস্তর যেগুলো স্থাপন করেছি; ইনশাআল্লাহ সেগুলো উদ্বোধন করে দিয়ে যাব।’ নৌকা প্রতীকে ভোট চেয়ে শেখ হাসিনা বলেন, ‘আল্লাহর কাছে দোয়া করবেন আর মানুষের কাছে নৌকা মার্কায় ভোট চাই। যেন ভোট দিয়ে আমাদের নির্বাচিত করে।’ ১৯৯৬ সালে আওয়ামী লীগের শাসনামলে শুরু হওয়া কমিউনিটি প্রকল্প বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সময় বন্ধ করে দেয়ার কথা মনে করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘যে কাজগুলো শুরু করেছি, সেগুলো যেন সমাপ্ত করতে পারি। নইলে ওই কমিউনিটি ক্লিনিকের মতো বন্ধ করে রেখে দেবে।’ ‘সরকারের ধারাবাহিকতা থাকলে উন্নয়নের গতি অব্যাহত থাকবে, দেশের মানুষ সেবা পাবে, মানুষের কল্যাণ হবে।’ শেরে বাংলা নগরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান প্রাঙ্গণে এই অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী ‘জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) সম্প্রসারণ’ শীর্ষক প্রকল্পের আওতায় নির্মিত হাসপাতাল ভবন, মিরপুরে ঢাকা ডেন্টাল কলেজের ২৪৮ আসনের ছাত্রী হোস্টেল, মহাখালীতে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির সম্প্রসারিত ভবন উদ্বোধন করেন। এছাড়া প্রধানমন্ত্রী এক্সপানশন অব ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস এ্যান্ড হসপিটাল, মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরের প্রধান কার্যালয় এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের উত্তর-দক্ষিণ ব্লকের উর্ধমুখী সম্প্রসারণ কার্যক্রমের ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন। জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের সেবার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের দেশের মানুষ এখানে এলেই চমৎকার চিকিৎসা পায় এবং এখানকার চিকিৎসকরা এত যতœ নিয়ে চিকিৎসা দেন, আমি অনেককে বলি, এখানে-ওখানে দৌড়াদৌড়ি না করে আমাদের নিটোরে গেলে.. সেখানে এত ভাল চিকিৎসা। যখনই রোগী আসে আমরা দেখি অনেক উন্নতমানের চিকিৎসা দেয়া হয়।’ ‘তাদের সময়ের সঙ্গে চলতে পারে- এ ধরনের ইকুইপমেন্টসের অভাব, নানা ধরনের অসুবিধা, অতিরিক্ত রোগী.. এত সমস্যার মধ্যেও এই যে মাথা ঠাণ্ডা করে চিকিৎসা দেয়া।’ চিকিৎসক ও নার্সদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শেখ হাসিনা বলেন, ‘আমি সত্যিই আমার চিকিৎসকদের ধন্যবাদ জানাই। নার্স যারা, তারা সেবা করে যান। অতিরিক্ত রোগীর চাপ নিয়ে তারা যে সেবাটা দেন পৃথিবীর কোন দেশে কোন ডাক্তার, কোন নার্স এইভাবে চিকিৎসা দেবে না- আমি বলতে পারি।’ স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক এবং নিটোরের পরিচালক আবদুল গণি মোল্লা বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন স্বাস্থ্য সচিব মোঃ সিরাজুল হক খান।
×