ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিউলে মার্কিন দূত

কোরীয় উপদ্বীপে ৭০ বছরের যুদ্ধ ও বৈরিতার অবসান ঘটবে

প্রকাশিত: ০৩:৫০, ৩০ অক্টোবর ২০১৮

কোরীয় উপদ্বীপে ৭০ বছরের যুদ্ধ ও বৈরিতার অবসান ঘটবে

উত্তর কোরিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত স্টিফেন বেইগান বলেছেন তিনি নিশ্চিত যে, কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত করার ক্ষেত্রে দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্র কাজ করতে পারবে। খবর ওয়েবসাইট। তিনি বলেন, আমাদের একটি অভিন্ন লক্ষ্য রয়েছে যা কোরীয় উপদ্বীপে ৭০ বছরের যুদ্ধ ও বৈরিতার অবসান ঘটাতে যাচ্ছে। দক্ষিণ কোরিয়ার বিশেষ দূত লি দো-হুনের সঙ্গে সিউলে এক বৈঠকে স্টিফেন বেইগান এসব কথা বলেন। তিনি বলেন, এ লক্ষ্য অর্জন করতে গেলে প্রাথমিকভাবে যা দরকার তা হচ্ছে- চূড়ান্ত ও পূর্ণাঙ্গভাবে কোরীয় উপদ্বীপকে পরমাণু মুক্ত করতে হবে। আমি পুরোপুরি নিশ্চিত যে, আমরা এ নিয়ে একসঙ্গে কাজ করতে পারব।
×