ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পিএইচডি ডিগ্রী লাভ

প্রকাশিত: ০৬:৩৬, ২৯ অক্টোবর ২০১৮

 পিএইচডি ডিগ্রী  লাভ

গবেষক ও লেখক ডক্টর সৈয়দ এ.এফ.এম বরকত-এ-খোদা সম্প্রতি ব্রিটেনের কমনওয়েলথ ইউনিভার্সিটি হতে ইসলামী ধর্মতত্ত্বে পিএইচডি ডিগ্রী লাভ করেছেন। তার থিসিসের শিরোনাম ছিল, ‘এ স্টাডি অন পাস্ট এ্যান্ড প্রেজেন্ট অব মোহাম্মদী ইসলাম।’ এই গবেষণার সুপারভাইজার ছিলেন কমনওয়েলথ ইউনিভার্সিটির ফিলোসফি এ্যান্ড রিলিজন স্টাডিজ বিভাগের প্রফেসর ড. বার্নহার্ট জিও এ্যাডওয়ার্ড। কো-সুপারভাইজার ছিলেন ইউনিভার্সিটি অব লন্ডনের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. এম.এ.এস. আবদুল হালিম। তিনি ইতোপূর্বে ইসলামিক স্টাডিজ বিভাগে অনার্স ও মাস্টার্স পরীক্ষায় বৃত্তিসহকারে ফাস্ট ক্লাস ফাস্ট হয়ে মহামান্য রাষ্ট্রপতির চ্যাঞ্চেলরস গোল্ড মেডেল লাভ করেন। -বিজ্ঞপ্তি
×