ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

স্বাগতিক লঙ্কাকে হারিয়ে টি২০ সিরিজ ইংল্যান্ডের

প্রকাশিত: ০৭:৩১, ২৮ অক্টোবর ২০১৮

স্বাগতিক লঙ্কাকে হারিয়ে টি২০ সিরিজ ইংল্যান্ডের

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ানডে সিরিজের পর এবার টি২০ সিরিজও হাতছাড়া হলো স্বাগতিক শ্রীলঙ্কার। শনিবার কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে একমাত্র টি২০ ম্যাচে তাদের ৩০ রানে হারিয়েছে সফরকারী ইংল্যান্ড। রান তাড়া করতে নেমে লঙ্কাবাহিনী নির্ধারিত ২০ ওভারে ১০ উইকেট হারিয়ে ১৫৭ রানের বেশি করতে পারেনি। বিফলে যায় অধিনায়ক থিসারা পেরেরার সর্বোচ্চ ৫৭ রানের (বল ৩১) ঝড়ো ইনিংস। এছাড়া দিনেশ চান্দিমাল ২৬ এবং কামিন্দু মেন্ডিসের ২৪ রান ছিল উল্লেখযোগ্য। ইংরেজ বোলারদের মধ্যে সবচেয়ে সফল জো ডেনলি (৪/১৯) এবং আদিল রশিদ (৩/১১)। এছাড়া ক্রিস জর্ডানও (২/২৯) দলের জয়ে অবদান রাখেন। বাকি উইকেটটি পান লিয়াম প্লাঙ্কেট। এর আগে টস জিতে হেরে প্রতিপক্ষ ইংল্যান্ডকে উইলোবাজির আমন্ত্রণ জানায় স্বাগতিক শ্রীলঙ্কা। নির্ধারিত ২০ ওভারে ইংল্যান্ড ৮ উইকেট হারিয়ে ১৮৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে টপ স্কোরার ওপেনার জেসন রয় (৩৬ বলে ৬৯ রান)। এছাড়া মঈন আলীর ২৭, বেন স্টোকসের ২৬ এবং জো ডেনলির ২০ রান ছিল উল্লেখযোগ্য। লঙ্কান গোলকবাজদের মধ্যে আমিলা আপসোনো (২/২৯) এবং লাসিথ মালিঙ্গা (২/৩০)। এছাড়া একটি করে উইকেট শিকার করেন ইসুরু উদানা, লাকসান সান্দাকান ও ধনঞ্জয়া ডি সিলভা। ওয়ানডে এবং টি২০ সিরিজ জয়ের পর টেস্ট সিরিজটাও নিজেদের করে নিতে চায় ইংরেজবাহিনী।
×