ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

৩ বছরের মধ্যে যুক্তরাজ্যে স্বচালিত ট্যাক্সি

প্রকাশিত: ০৪:০৭, ২৪ অক্টোবর ২০১৮

৩ বছরের মধ্যে যুক্তরাজ্যে স্বচালিত ট্যাক্সি

তিন বছরের মধ্যে যুক্তরাজ্যে স্বচালিত ট্যাক্সি সেবা চালুর পরিকল্পনা করছে ট্যাক্সি সেবাদাতা প্রতিষ্ঠান এ্যাডিসন লি। এই সময়ের মধ্যে দেশটির সর্বত্র সম্ভব না হলেও অন্তত লন্ডনে স্বচালিত ট্যাক্সি সেবা চালু করবে প্রতিষ্ঠানটি। স্বচালিত ট্যাক্সি সেবা চালু করতে ইতোমধ্যেই স্বচালিত গাড়ির সফটওয়্যার বিশেষজ্ঞ প্রতিষ্ঠান অক্সবোটিকার সঙ্গে যুক্ত হয়েছে এ্যাডিসন লি। প্রতিষ্ঠান দুটির সমন্বিত প্রচেষ্টায় ২০২১ সালের মধ্যে যুক্তরাজ্যের রাজধানীতে চালু হতে পারে স্বচালিত ট্যাক্সি সেবা। এই উদ্যোগের মাধ্যমে এ্যাপভিত্তিক গাড়ি সেবাদাতা প্রতিষ্ঠান উবারের সঙ্গেও প্রতিযোগিতায় নামতে যাচ্ছে এ্যাডিসন লি। ভবিষ্যতে স্বচালিত গাড়ি আনার পরিকল্পনা রয়েছে উবারেরও। স্বচালিত গাড়ির জন্য এখন অনুমোদনের অপেক্ষায় রয়েছে প্রতিষ্ঠানটি। এ্যাডিসন লির পক্ষ থেকে বলা হয়, রাজধানীর ভেতরে ও আশপাশের অঞ্চলে জনসাধারণের রাস্তার ডিজিটাল ম্যাপিং নিয়ে অক্সবোটিকার সঙ্গে কাজ করবে তারা। -অর্থনৈতিক রিপোর্টার প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চীফ বিজনেস অফিসার মোঃ তৌহিদুল আলম খান সম্প্রতি সিঙ্গাপুরে অনুষ্ঠিত সাস্টেনিবিলিটি রিপোর্টিংয়ের ওপর এক প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ শেষে নেদারল্যান্ডসের জিআরআই এফিলিয়েটেড প্রতিষ্ঠান এনসিএসআর-এর নির্বাহী পরিচালক ড. আলী ডারউইনের কাছ থেকে সার্টিফিকেট গ্রহণ করছেন
×