ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইসরাইলের সঙ্গে চুক্তি নবায়ন করবে না জর্দান

প্রকাশিত: ০৬:৪৮, ২৩ অক্টোবর ২০১৮

ইসরাইলের সঙ্গে চুক্তি নবায়ন করবে না জর্দান

ইসরাইলের সঙ্গে করা শান্তি চুক্তির আওতায় ২৫ বছর মেয়াদী ভূমি চুক্তি নবায়ন না করার ঘোষণা দিয়েছে জর্দান। ওই চুক্তির আওতায় জর্দানের দুটি এলাকায় ইসরাইলী কৃষকরা চাষাবাদ করতে পারে এবং ইসরাইলী নাগরিকরা মুক্তভাবে চলাচল করতে পারে। তবে ইসরাইল বলছে, তারা চুক্তি নবায়নের জন্য আলোচনার পরিকল্পনা করছে। খবর ওয়েবসাইটের। ১৯৯৪ সালের করা শান্তি চুক্তির আওতায় জর্দানের উত্তর-পশ্চিমাঞ্চলের বাকুরা ও দক্ষিণাঞ্চলের ঘুমার এলাকা ইসরাইলী কৃষকরা ব্যবহার করতে পারে। চুক্তির একটি বিশেষ ধারার আওতায়, ইসরাইলীদের সেখানে ভূমির ব্যক্তিগত মালিকানার অধিকারের পাশপাশি অবাধ চলাচল করতে দেয়া হয়। আগামী বছর চুক্তিটির মেয়াদ শেষ হবে। জর্দানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পেত্রা জানিয়েছে, ইসরাইলের সঙ্গে এই চুক্তি বাতিলের জন্য জনগণের ক্রমবর্ধমান চাপের মুখে আছেন জর্দানের বাদশাহ আব্দুল্লাহ। তিনি জর্দানের জ্যেষ্ঠ রাজনীতিকদের বলেছেন, তারা ওই দুই এলাকায় পূর্ণ সার্বভৌমত্ব ফিরে পেতে চায়। ইসরাইলকে ইজারা দেয়া ভূ-খ- দুটি ইরাক ও সিরিয়ার মধ্যবর্তী স্থানে অবস্থিত। এর উত্তর দিকে সিরিয়া, পূর্বে ইরাক ও পশ্চিমে ইসরাইলের অবস্থান। বাদশাহ আবদুল্লাহ বলেছেন, ‘এগুলো জর্দানের ভূমি আর তাই থাকবে।’
×