ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কক্সবাজার ও মাগুরায় অগ্নিকান্ড

প্রকাশিত: ০৭:১৩, ২০ অক্টোবর ২০১৮

কক্সবাজার ও মাগুরায় অগ্নিকান্ড

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ শহরের উত্তর নুনিয়াছড়ায় অগ্নিকান্ডে ১০বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার রাত ১০ টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, একটি বসতঘরের গ্যাসের চুলা থেকে অগ্নিকান্ডে সূত্রপাত হয়। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে অন্য বসতঘরগুলোতেও। এতে ১০টি ঘর পুড়ে ছাই হয়ে পড়ে। ঘটনার পর পরই ফায়ার সার্ভিসের একটি ইউনিট দীর্ঘ দেড়ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। এতে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। নিজস্ব সংবাদদাতা মাগুরা থেকে জানান, শ্রীপুর উপজেলার লাঙ্গনবান্ধ বাজারে বৃহস্পতিবার রাতে অগ্নিকান্ডে পাটসহ দুটি গুদাম ভস্মীভূত হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে এবং তা দ্রুত ছড়িয়ে পড়লে প্রায় ৬ শত মণ পাটসহ মনিরুল ইসলাম ও মতিয়ার রহমান নামে দুই ব্যবসায়ীর দুটি গুদাম পুড়ে যায়।
×