ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কোটি টাকা চাঁদা দাবি

ডাঃ জাফরুল্লাহসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ০৬:০৭, ১৭ অক্টোবর ২০১৮

ডাঃ জাফরুল্লাহসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব সংবাদদাতা, সাভার, ১৬ অক্টোবর ॥ জমি বিক্রিতে বাধ্য করার চেষ্টা ও এক কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে সাভার গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাঃ জাফরুল্লাহ চৌধুরীসহ চারজনকে আসামি করে আশুলিয়া থানায় একটি মামলা (নং-৪১) দায়ের হয়েছে। সোমবার রাতে মামলাটি দায়ের করেন মানিকগঞ্জের মোহাম্মদ আলী। মামলার অপর আসামিরা হলেন- গণস্বাস্থ্য কেন্দ্রের নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম শিশির, গণবিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেলোয়ার হোসেন ও জমি বেচা-কেনার মধ্যস্বত্বভোগী আওলাদ হোসেন। জমিটি নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছিল। মামলায় দায়েরকৃত অভিযোগে বলা হয় যে, পাথালিয়া মৌজার প্রায় ৪ একর ২৪ শতাংশ জমি তিনিসহ আরও দু’জন ২০০৩ সালে ক্রয় করেছিলেন। ওই জমি কিনে নেয়ার জন্য ডাঃ জাফরুল্লাহ চৌধুরী ও তার লোকজন তাকে নানাভাবে ভয়ভীতি দেখিয়ে আসছিলেন। নাম মাত্র মূল্যে জমি বিক্রির জন্য তিনি ও তার শরিকদের চাপ দেয়ার পাশাপাশি জীবন নাশের হুমকি দেয়া হচ্ছিল। গণস্বাস্থ্য কেন্দ্র তাদের জমি থেকে জোরপূর্বক প্রায় ৩০ লাখ টাকার মাটি কেটে নিয়ে গেছে। এ ধরনের অত্যাচারে তিনি একপর্যায়ে অসুস্থ হয়ে পড়েন এবং বাইপাস সার্জারি করতে হয়। এসব ঘটনায় ইতোপূর্বে সাভার ও আশুলিয়া থানায় একাধিক জিডি দায়ের করা হয়।
×