ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাশরাফিকে ‘ক্যাপ্টেন অব দ্য এশিয়া কাপ’ বলে অভিহিত করলেন রমিজ রাজা

দুর্দান্ত টাইগারদের প্রশংসায় ক্রিকেটবিশ্ব

প্রকাশিত: ০৭:০০, ৩০ সেপ্টেম্বর ২০১৮

দুর্দান্ত টাইগারদের প্রশংসায় ক্রিকেটবিশ্ব

শাকিল আহমেদ মিরাজ ॥ এশিয়া কাপের ফাইনালে রুদ্ধশ্বাস নাটকীয়তার পর শেষ বলে ভারতের কাছে ৩ উইকেটে হার মেনেছে টাইগাররা। মাত্র ২২২ রানের পুঁজি নিয়েও বাংলাদেশের এমন নৈপুণ্যে মুগ্ধ ক্রিকেটবিশ্ব। মুশফিকুর রহীম, লিটন দাশ, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজদের প্রশংসায় ভাসিয়েছেন সাবেক গ্রেটদের অনেকে। টাইগারদের টুপি খোলা শ্রদ্ধা জানিয়েছেন খোদ চ্যাম্পিয়ন দলের সাবেক ওপেনার বীরেন্দ্র শেবাগ। আর যে রমিজ রাজা বরাবর বাংলাদেশের প্রতি ছিলেন বিরূপ, সেই তিনিও সুপার মাশরাফি বিন মর্তুজাকে, ‘ক্যাপ্টেন অব দ্য এশিয়া কাপ’ বলে অভিহিত করেন। সবমিলিয়ে শেষ চার এশিয়া কাপের তিনটিতে ফাইনাল খেলা টাইগার ক্রিকেটের উত্থানে মুগ্ধতার শেষ নেই। সেই তালিকয় যেমন আছেন প্রতিপক্ষ অধিনায়ক রোহিত শর্মা, আছেন পাকিস্তান প্রেসিডেন্ট ইমরান খানও। বীরেন্দ্র শেবাগ বলেন, ‘বাংলাদেশ, এত কাছে তবু কত দূরে। এশিয়া কাপ জেতার জন্য ভারতকে অভিনন্দন। গুরুত্বপূর্ণ কিছু খেলোয়াড় ছাড়াও এমন উজ্জীবিত লড়াই উপহার দেয়ায় বাংলাদেশের প্রতি টুপি খোলা সম্মান জানাচ্ছি। আমি আশাবাদী ওরা আরও ভাল করবে।’ আরেক গ্রেট ভিভিএস লক্ষণও বাংলাদেশের এই লড়াই, শরীরী ভাষায় মুগ্ধ। ভারতের সপ্তম এশিয়া কাপ জয়ের বন্দনার চেয়ে টুইটারে বাংলাদেশ স্তুতিতেই সময় বেশি দিয়েছেন সাবেক ব্যাটসম্যান। তাই শেবাগের মতোই বাংলাদেশের উদ্দেশে টুপি খোলা সম্মান জানাচ্ছেন লক্ষণ, ‘এশিয়া কাপ জেতায় ভারতকে অভিনন্দন। সাকিব ও তামিমকে ছাড়াই খেলেছে বাংলাদেশ। তবু দৃঢ়চেতা মনোভাব দেখিয়ে দুর্দান্ত লড়াই করেছে, হাল ছাড়েনি এবং নিজেদের শেষ বিন্দু দিয়ে লড়েছে। এ কারণে তাদের প্রতি বাংলাদেশের প্রতি টুপি খোলা সম্মান।’ আর রমিজ রাজা বলেন, ‘দুইটা সেরা দল ফাইনালে খেলেছে। ভারতকে হারানো কঠিন ছিল। বাংলাদেশ ২২২ রান করেও ভারতকে চাপে রেখেছে। একদম শেষ বল পর্যন্ত খেলা নিয়ে গেছে। চ্যাম্পিয়ন দল এমনই হয়। এভাবে নতুন দল উঠে আসে। ফাইনালটা ছিল সত্যি ফাইনালের মতো। যে কেউ জিতে যেতে পারতো। ভারতকে শেষ পর্যন্ত চাপে রাখে বাংলাদেশ।’ বাংলাদেশের সাফল্যের পেছনে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার অবদানও চোখ এড়ায়নি রমিজ রাজার। তাই মাশরাফির প্রশংসা করতেও কার্পণ্য করেননি তিনি, ‘আমার দৃষ্টিতে, মাশরাফি ক্যাপ্টেন অব এশিয়া কাপ। আমি এ জন্য বলছি যে, মাশরাফির কাছে সাকিব-তামিমের মতো দু‘জন বিশ্বসেরা খেলোয়াড় ছিল না। বলতে গেলে অর্ধেক দলই ওরা দু’জন। বাকি অর্ধেক নিয়ে সে খেলে গেছে। তারপরও সে দলকে টেনে শেষ পর্যন্ত নিয়ে গেল। ভারতকে মোকাবেলা করল।’ বর্তমান পাকিস্তান প্রেসিডেন্ট ও দেশটির কিংবদন্তি ক্রিকেটার ইমরান খান বলেন, ‘অভিনন্দন বাংলাদেশ। এত সুন্দরভাবে বাংলাদেশ এগিয়ে গেছে যা দেখে আমি সত্যিই বিস্মিত। তিনি বলেন এই বাংলাদেশ নিয়ে ভবিষ্যত বাণী করা যায় সামনে তাদের জন্য মহাআনন্দের দিন আছে।’ আর এশিয়া কাপজয়ী ভারপ্রাপ্ত ভারত অধিনায়ক রোহিত শর্মার মূল্যায়ন, ‘এশিয়া কাপ জয় আমাদের কঠোর পরিশ্রমেরই ফসল। আমি ছেলেদের নিয়ে গর্বিত। পাশাপাশি টুর্নামেন্টজুড়ে সমর্থনের জন্য দর্শদকদেরও ধন্যবাদ দিতে চাই। ধন্যবাদ দিতে চাই প্রতিপক্ষ বাংলাদেশকে। লো-স্কোরিং ম্যাচে তারা দুর্দান্ত খেলেছে। সবমিলিয়ে এটা ছিল স্মরণীয় এক ফাইনাল, যার কথা অনেকদিন মনে থাকবে।’ বিশ্রামে থাকা নিয়মিত অধিনায়ক বিরাট কোহলিও টাইগারদের প্রশংসায় কার্পণ্য করেননি, ‘আহা, আমাদের সপ্তম এশিয়া কাপ। গত রাতে দল দারুণ খেলেছে। এমন দুর্দান্ত একটা ম্যাচ উপহার দেয়ার জন্য বাংলাদেশকেও শুভেচ্ছা।’ টুইটারে লিখেছেন তিনি।
×