ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জোট ঠিক রেখেই জাতীয় ঐক্য ॥ বিএনপিকে শরিকদের পরামর্শ

প্রকাশিত: ০৭:৪৪, ২৮ সেপ্টেম্বর ২০১৮

জোট ঠিক রেখেই  জাতীয় ঐক্য ॥ বিএনপিকে শরিকদের পরামর্শ

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট অটুট রেখে বৃহত্তর জাতীয় ঐক্য করার পরামর্শ এসেছে শরিকদের কাছ থেকে। শরিকরা জানিয়েছে, ২০ দল একটি পরীক্ষিত ও বিশ্বস্ত জোট। এ জোট রেখেই করতে হবে বৃহত্তর ঐক্য। বৃহস্পতিবার রাতে গুলশানে চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকে জোট নেতারা এমন বক্তব্য দেন বলে বৈঠক সূত্রে জানা গেছে। তবে বৈঠক শেষে আনুষ্ঠানিক কোন ব্রিফিং হয়নি। জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খান বলেন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ সব দাবি আদায়ে ২০ দল একমত হয়েছে। এজন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। শনিবারের ডাকা জনসভার বিষয়ে তিনি বলেন, পুলিশ যদি রবিবার (৩০ সেপ্টেম্বর) করতে বলে তাহলে সে দিনই জনসভা হবে। বৈঠকে অন্যান্যের মধ্যে জামায়াতের প্রতিনিধি ছিলেন মাওলানা আব্দুল হালিম।
×