ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বগুড়ায় ১০ হাজার ইয়াবাসহ আটক ২

প্রকাশিত: ০৬:৪৬, ২৭ সেপ্টেম্বর ২০১৮

বগুড়ায় ১০ হাজার ইয়াবাসহ আটক ২

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ কক্সবাজার থেকে কৌশলে পিকনিকের নামে ভাড়া করা বাসে অবৈধ মাদক ইয়াবা আসছে বগুড়ায়। বগুড়া থেকে ছড়িয়ে পড়ছে আশেপাশের এলাকায়। বগুড়া গোয়েন্দা (ডিবি) পুলিশ এমনই একটি বাস থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার করে। আটক করা হয় বাসসহ দুই ব্যক্তিকে। তারা হলোÑ বাসের চালক জাকিরুল ইসলাম, সুপারভাইজার স্বপন শেখ । বাসের হেল্পার জাহিদুল ইসলাম পালিয়ে যায়। তাদের বাড়ি বগুড়ার বিভিন্ন গ্রামে। বুধবার সকালে গোয়েন্দা পুলিশ সাংবাদিকদের জানায়, মঙ্গলবার সকালে বগুড়ার শেরপুরের ধুনট মোড়ে একটি হোটেলের সামনে পাকার রাস্তায় কৌশলে অবস্থান নেয়। কক্সবাজার থেকে ছেড়ে আসা আমির পরিবহন নামের একটি বাসকে আটকানোর জন্য জ্যামের সৃষ্টি করে। এরপর বাসে তল্লাশি চালিয়ে চালকের পকেট থেকে ২ হাজার পিস, সুপারভাইজারের পকেট থেকে ২ হাজার পিস ও বাসের ড্রাস বোর্ডের ভেতরে রাখা শপিং ব্যাগ থেকে ৬ হাজার পিস মোট ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। সাতক্ষীরা স্টাফ রিপোর্টার সাতক্ষীরা থেকে জানান, সাতক্ষীরায় একাধিক ডাকাতি মামলার আসামি ইয়াবা বিক্রেতা রফিকুল ইসলামকে (৩২) আটক করেছে পুলিশ। বুধবার সকালে সাতক্ষীরা শহরের আনসার ক্যাম্পের পাশে অবস্থিত আশাশুনি ছাত্রাবাস থেকে পুলিশ তাকে আটক করে। রফিকুল ইসলাম আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কল্যানপুর গ্রামের মিনাজউদ্দিনের ছেলে। কক্সবাজার স্টাফ রিপোর্টার কক্সবাজার থেকে জানান, টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ ট্রাকচালক ও হেলপারকে আটক করেছে পুলিশ। আটকরা হচ্ছে বরগুনা জেলার আমতলী আঠারগাছিয়া এলাকার ইয়ামিন হাওলাদার বাড়ির ট্রাকচালক মোহাম্মদ আল আমিন ও শরীয়তপুর জেলার নড়িয়া সালধ হেলপার মোঃ মনির হোসেন।
×