ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গান্ধীর চিঠি নিলামে বিক্রি

প্রকাশিত: ০৫:৫১, ২৫ সেপ্টেম্বর ২০১৮

গান্ধীর চিঠি নিলামে বিক্রি

চরকা কাটার তাৎপর্য নিয়ে ভারতের মহাত্মা গান্ধীর লেখা একটি চিঠি যুক্তরাষ্ট্রে নিলামে বিক্রি হয়েছে ৬ হাজার ৩৫৮ ডলারে। গান্ধী চিঠিটি লিখেন গুজরাটি ভাষায়। চিঠির নিচে লেখেন ‘বাপুর আশীর্বাদ’ কথাটি। যশবন্ত প্রসাদকে সম্বোধন করে এ চিঠি লিখেন গান্ধী। ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় বিদেশী কাপড় পরিহার করে দেশবাসীকে চরকায় কাটা খাদি পোশাক পরার আহ্বান জানিয়েছিলেন তিনি। -পিটিআই ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ভারত সফলভাবে একটি ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ উড়িষ্যার উপকূলে এটি পরীক্ষা করা হয়। রবিবার রাতে এই পরীক্ষা চালানো হয়। আব্দুল কালাম দ্বীপে অবস্থিত ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ (আইটিআর) থেকে এটি ছোড়া হয়। পৃথ¦ী ডিফেন্স ভেহিকেলের (পিডিভি) এক কর্মকর্তা বলেছেন, দ্বিস্তর বিশিষ্ট ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উন্নয়নের ক্ষেত্রে আমরা বিরাট সাফল্য অর্জন করেছি। -সিনহুয়া
×