ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিমানবন্দরের নিরাপত্তায় উন্নতি ॥ এ্যাওয়ার্ড পাচ্ছে বেবিচক

প্রকাশিত: ০৫:৪৭, ২৯ আগস্ট ২০১৮

বিমানবন্দরের নিরাপত্তায় উন্নতি ॥ এ্যাওয়ার্ড পাচ্ছে বেবিচক

স্টাফ রিপোর্টার ॥ বিমানবন্দরের নিরাপত্তা ও অন্যান্য ক্যাটাগরিতে অভাবনীয় উন্নতি সাধন করায় আইকাও কাউন্সিল প্রেসিডেন্সিয়াল এ্যাওয়ার্ড পেতে যাচ্ছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এ পদক গ্রহণের জন্য বেবিচক প্রস্তুতি নিচ্ছে। আগামী ৯ অক্টোবর মন্ট্রিলের আইকাও সদর দফতর আনুষ্ঠানিকভাবে এ পদক হস্তান্তর করবে। আইকাও আয়োজিত শীর্ষ পর্যায়ের ১৩তম এয়ার নেভিগেশান কনফারেন্স উপলক্ষে এ পদক দেয়া হবে। পদক গ্রহণ অনুষ্ঠানে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল নাইম হাসানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কানাডা সফর করবেন। উল্লেখ্য ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন (আইকাও) প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশের সিভিল এভিয়েশনের নিরাপত্তা ব্যবস্থায় সার্বিক উন্নতি, দক্ষতা ও পেশাদারিত্বের শ্রেষ্ঠত্বের স্বীকৃতিস্বরুপ এই পদক দেয়া হয়। আইকাওয়ের বিচারে বাংলাদেশের সিভিল এভিয়েশন গত তিন বছরে নিরাপত্তা সহ অন্যান্য সেক্টরে যথেষ্ট উন্নতি করেছে- যা বিশ্বমানের। বিশেষ করে বেবিচকের ফ্লাইট সেফটি বিভাগের পরিচালক উইং কমান্ডার চৌধুরী জিয়াউল কবীরের নেতৃত্বে দক্ষ জনবল তৈরি, প্রশিক্ষণ ও পেশাদারিত্ব অর্জনে যথেষ্ট সন্তোষজনক বলে বিবেচনা করছে আইকাও। এছাড়া সিভিল এভিয়েশনের বর্তমান চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল নাইম হাসান ও সদস্য এয়ার কমোডর মোস্তাফিজুর রহমানের দূরদর্শিতায় বর্তমানে প্রতিষ্ঠানটিতে গতিশীলতা ফিরে আসা এবং সঠিকপথে এগিয়ে যাওয়ার চিত্র দেশ বিদেশে প্রশংসিত। মূলত তাদের অক্লান্ত ও নিরলস প্রচেষ্টায় বেবিচকের সেফটি ওভারসাইট কার্যক্রমের র‌্যাংকিং ৫০ দশমিক ৮১ থেকে ৭৫-উন্নীত হয়েছে। যা দক্ষিণ এশিয়ার অনেক প্রভাবশালী দেশের চেয়েও শীর্ষে। এসব সূচকেই বাংলাদেশকে এ বছর আইকাও পদক দেয়ার জন্য মনোনীত করা হয়। মন্ট্রিলে আইকাওয়ের সদর দফতরে ৯ অক্টোবর শুধু বাংলাদেশই নয়-বিশ্বের সবগুলো সদস্য দেশের এয়ার নেভিগেশন কনফারেন্সে জাকঝমকপূর্ণ অনুষ্ঠানে এ পদক দেয়া হবে। এ বিষয়ে বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামাল বলেছেন, আইকাও কাউন্সিল প্রেসিডেন্সিয়াল পদক অনেক মর্যাদাপূর্ণ যা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ও গ্রহণযোগ্যতাকে নিয়ে যাবে নতুন উচ্চতায়।
×