ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সামাজিক মাধ্যমে রোহিঙ্গাবিরোধী প্রচার থামছে না

প্রকাশিত: ০৬:২৯, ১৭ আগস্ট ২০১৮

সামাজিক মাধ্যমে রোহিঙ্গাবিরোধী প্রচার থামছে না

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গত সপ্তাহেও রোহিঙ্গাবিদ্বেষী এক হাজারের বেশি পোস্ট দেখা গেছে যেখানে তাদের হত্যা করার আহ্বানসহ ঘৃণাত্মক নানারকম কথাবার্তা বলা হয়েছে। বিবিসি। ফেসবুক কর্তৃপক্ষ এ ধরনের বিষয় ঠেকানোর প্রতিশ্রুতি দেয়া সত্ত্বেও সামাজিক যোগাযোগ মাধ্যমটিতে এখনও মিয়ানমারের মুসলমান সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতা উস্কে দেয়ার মাধ্যম হিসেবে ব্যবহার করা হচ্ছে। কিছু পোস্ট ছয় বছর ধরে অনলাইনে রয়েছে। ফেসবুকে নিয়মনীতি অনুযায়ী জাতিগত কোন গোষ্ঠীর ওপর ‘সহিংসতা কিংবা অমানবিক’ আক্রমণ নিষিদ্ধ। ফেসবুক এ ধরনের আক্রমণাত্মক পোস্ট শনাক্ত করার ক্ষেত্রে সাধারণত সাইট ব্যবহারকারীদের ওপর নির্ভর করে। ফেসবুক সব ধরনের ফ্ল্যাগড ম্যাটেরিয়াল সরিয়ে ফেলেছে। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার বার্কলে স্কুল অব ল-এর হিউম্যান রাইটস সেন্টারের সঙ্গে যৌথভাবে অনুসন্ধান চালানো হয়েছিল। এই প্রযুক্তি প্রতিষ্ঠানের ওপর বিষয়টি আরও চাপ বাড়িয়ে দিতে পারে যাতে করে তারা এ ধরনের সমস্যা মোকাবেলায় আরও বিনিয়োগ বাড়ায়। এর আগে জাতিসংঘের তরফ থেকে সমালোচনার মুখে পড়ে ফেসবুক, সেইসঙ্গে মার্কিন ও ব্রিটিশ রাজনৈতিক নেতারাও সমালোচনা করেন।
×