ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এমআইএসটিতে বজ্রপাত সচেতনতা সম্পর্কিত সেমিনার

প্রকাশিত: ০৬:৩৭, ১০ আগস্ট ২০১৮

এমআইএসটিতে বজ্রপাত সচেতনতা সম্পর্কিত সেমিনার

প্রাকৃতিক দুর্যোগজনিত মৃত্যুর অন্যতম কারণ হিসেবে বজ্রপাতকে চিহ্নিত করা হয়েছে। ২০১৬ সালে পর পর ২ দিনে বাংলাদেশে বজ্রপাতে ৮১ জন মানুষের মৃত্যু ঘটায় বজ্রপাতকে বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগ হিসেবে ঘোষণা করা হয়। সম্প্রতি জলবায়ু পরিবর্তনের কারণে বজ্রপাতের সংখ্যা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। বজ্রপাতের কারণ, প্রতিকার ও ক্ষয়ক্ষতি লাঘবের উপায় সম্পর্কে জ্ঞান ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মিলিটারি ইনস্টিটিউট অব সাইন্স এ্যান্ড টেকনোলজির ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ ৯ আগস্ট বৃহস্পতিবার এক সেমিনার ও কর্মশালার আয়োজন করে। উক্ত সেমিনারে বজ্রপাতের কারণ, প্রতিকার ও ক্ষয়ক্ষতি রোধ সংক্রান্ত বিভিন্ন কারিগরি বিষয় নিয়ে বক্তারা আলোকপাত করেন। সেমিনার পরবর্তী কর্মশালায় বজ্রপাতের ক্ষয়ক্ষতি রোধ কল্পে বিভিন্ন যন্ত্রপাতির ব্যবহার ও নক্সা সংক্রান্ত বিষয়ে অংশগ্রহণকারীরা হাতে-কলমে ব্যবহারিক জ্ঞান অর্জনের সুযোগ পান। সেমিনারে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, এমপি প্রধান অতিথি ছিলেন। মিলিটারি ইনস্টিটিউট অব সাইন্স এ্যান্ড টেকনোলজির কমান্ড্যান্ট মেজর জেনারেল মোঃ আবুল খায়ের, এনডিসি, পিইঞ্জিঃ উক্ত সেমিনারের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন। বিভিন্ন মন্ত্রণালয়, সরকারী ও আধাসরকারী সংস্থা, বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং পরিসেবা প্রদানকারী প্রতিষ্ঠানের উচ্চপর্যায়ের প্রতিনিধিগণ সেমিনার ও কর্মশালায় অংশগ্রহণ করেন। -আইএসপিআর
×