ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সৌদি-কানাডা টানাপোড়ন রাষ্ট্রীয় এয়ারলাইন্স বাতিল

প্রকাশিত: ০৭:২৪, ৮ আগস্ট ২০১৮

সৌদি-কানাডা টানাপোড়ন রাষ্ট্রীয় এয়ারলাইন্স বাতিল

কানাডার পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড বলেছেন, রাষ্ট্রদূত বহিষ্কারের ঘটনায় তিনি ‘গভীরভাবে উদ্বিগ্ন।’ ‘বিশ্বজুড়ে মত প্রকাশের স্বাধীনতা ও নারী অধিকারসহ মানবাধিকার সুরক্ষায় সব সময় অবস্থান নেবে কানাডা। এই মূল্যবোধকে উৎসাহিত করতে কখনই ইতস্তত করব না আমরা, আন্তর্জাতিক কূটনীতির ক্ষেত্রেও এই সংলাপকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করি,’ বলেছেন তিনি। অটোয়া ও রিয়াদের মধ্যে উত্তেজনার নজির দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। সৌদি কর্তৃপক্ষের সঙ্গে সংশ্লিষ্ট একটি ভেরিফায়েড টুইটার এ্যাকাউন্টে টরন্টোর বিখ্যাত সিএন টাওয়ারের দিকে প্লেন উড়ে যাওয়ার ছবিতে লেখা একটি বাক্য নিয়েও চলছে আলোচনা-সমালোচনা। ছবির ওপর লেখা ওই বাক্যে আরবী ভাষায় বলা হয়েছে, ‘যাতে তার উদ্বিগ্ন হওয়ার কিছু নেই এমন কিছু তাকে সন্তুষ্ট করছে না বলে দেখতে পায় কেউ কেউ।’ -ইন্টারনেট
×