ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু দ. আফ্রিকার

প্রকাশিত: ০৭:০২, ৩০ জুলাই ২০১৮

  জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু দ. আফ্রিকার

স্পোর্টস রিপোর্টার ॥ টেস্ট সিরিজে ২-০তে ‘হোয়াটওয়াশ’ হলেও শ্রীলঙ্কা সফরে জয় দিয়ে পাঁচ ওয়ানডে সিরিজ শুরু করেছে দক্ষিণ আফ্রিকা। বোলারদের দাপটে প্রথম ম্যাচে স্বাগতিকদের ৫ উইকেটে হারিয়েছে ফ্যাফ ডুপ্লেসিসের দল। পেসার কাগিসো রাবাদা ও স্পিনার তাবারিজ শামসির দারুণ বোলিংয়ে ৩৪.৩ ওভারে ১৯৩ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। জবাবে জেপি ডুমিনির (৫৩*) হাফ সেঞ্চুরিতে ১৯ ওভার বাকি থাকতে লক্ষ্যে পেঁছৌ যায় প্রোটিয়ারা। ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে এটি তাদের টানা নবম জয়। ডাম্বুলায় নবম ওভারে ৩৬ রানে ৫ উইকেট হারিয়ে ভীষণ বিপদে পড়ে শ্রীলঙ্কা। রাবাদা ফিরিয়ে দেন নিরোশান দিকওয়েলা, কুসল মেন্ডিস ও শেহান জয়সুরিয়াকে। লুঙ্গি এনগিডির শিকার অধিনায়ক হিসেবে নিজের শততম ওয়ানডে খেলা এ্যাঞ্জেলো ম্যাথুস। বিপদ বাড়িয়ে রানআউট অভিজ্ঞ উপুল থারাঙ্গাও। দুই পেরেরা কুসল ও থিসারার ব্যাটে প্রতিরোধ গড়ে স্বাগতিকরা। ৯২ রানের জুটি ভাঙ্গেন চায়নাম্যান শামসি। ৩০ বলে আট চারে ৪৯ রান করা থিসারাকে করেন কট বিহাইন্ড। কুসল পেরেরাকে খানিকটা সঙ্গ দেয়া আকিলা ধনঞ্জয়াও শামসির শিকার। অতি আক্রমণাত্মক হতে গিয়ে সাজঘরে ফেরেন। শামসির বলে ডেভিড মিলারের হাতে ধরা পড়ার আগে ৭২ বলে ১১ চার ও এক ছক্কায় করেন ৮১ রান। এরপর বেশিদূর এগোয়নি লঙ্কানদের ইনিংস। শামসি ৩৩ রানে নেন ৪ উইকেট। ক্যারিয়ারে চার উইকেট এই প্রথম। দুই পেরেরাকে আউট করা স্পিনার জেতেন ম্যাচ সেরার পুরস্কার। পেসার রাবাদার শিকার ৪ উইকেট। রান তাড়ায় পঞ্চম ওভারে পরপর দুই বলে হাশিম আমলা ও এইডেন মার্করামকে বিদায় করেন ধনঞ্জয়া। টেস্ট সিরিজে স্পিন বোলিংয়ে দারুণভাবে ভোগা অতিথিদের সামনে তখন আরেকটি ধসের শঙ্কা। সেখান থেকে দলকে পথ দেখান কুইন্টন ডি কক ও ডুপ্লেসিস । দুইজন তৃতীয় উইকেটে গড়েন ৮৬ রানের জুটি। বোলিংয়ে ফিরে অতিথিদের প্রতিরোধ ভাঙ্গেন ধনঞ্জয়া। অফস্পিনার ফিরিয়ে দেন ৪৭ রান করা ডি কককে। অতিথিদের চায়নাম্যানের মতো জ্বলে উঠতে পারেননি লক্ষ্মণ সান্দাকান। ৮ ওভারে খরুচে বোলিংয়ে ৭৪ রান দিয়ে একটি উইকেট নেন এই রিস্ট স্পিনার। তার একমাত্র শিকার ১০ চারে ৪৭ রান করা ডুপ্লেসিস। ডেভিড মিলারকে নিয়ে দলকে জয়ের পথে নিয়ে যান ডুমিনি। এলবিডব্লিউ হয়ে মিলারের বিদায়ের পর মুল্ডারকে নিয়ে সারেন বাকি কাজ। দলের জয় সঙ্গী করে ফেরা বাঁহাতি মিডলঅর্ডার ব্যাটসম্যান ডুমিনি ৩২ বলে ৬ চার ও দুই ছক্কায় করেন ৫৩ রান। ধনঞ্জয়া নেন ৩ উইকেট। বুধবার একই ভেন্যুতে দ্বিতীয় ওয়ানডে। স্কোর ॥ শ্রীলঙ্কা ॥ ১৯৩/১০ (৩৪.৩ ওভার; দিকওয়েলা ২, থারাঙ্গা ১০, মেন্ডিস ৩, কুসল পেরেরা ৮১, ম্যাথুস ৫, জয়সুরিয়া ০, থিসারা ৪৯, ধনঞ্জয়া ১১, লাকমল ৫, সান্দাকান ৫*, কুমারা ৩; রাবাদা ৪/৪১, এনগিদি ১/২৯, মুল্ডার ০/৩৪, ফেকুওয়ায়ো ০/৩০, শামসি ৪/৩৩, ডুমিনি ০/২২)। দক্ষিণ আফ্রিকা ॥ ১৯৬/৫ (৩১ ওভার; আমলা ১৯, ডি কক ৪৭, মার্করাম ০, ডুপ্লেসিস ৪৭, ডুমিনি ৫৩*, মিলার ১০, মুল্ডার ১৪*; ধনঞ্জয়া ৩/৫০, লাকমল ১/৩৭, জয়সুরিয়া ০/২৩, কুমারা ০/১১, সান্দাকান ১/৭৪)। ফল ॥ দ. আফ্রিকা ৫ উইকেটে জয়ী। ম্যচসেরা ॥ শামসি (দ. আফ্রিকা)। সিরিজ: পাঁচ ওয়ানডে দ. আফ্রিকা ১-০ ব্যবধানে এগিয়ে।
×